দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : কিছু দিন ধরেই বাংলার মাটিতে রাজনৈতিক টানাপোড়েন চলছে। একদিক সামনেই ভবানীপুরের উপনির্বাচন। অন্যদিকে প্রাক্তন বিজেপি নেতা ও কেন্দ্রীয় বাবুল সুপ্রিয় অনেক জল্পনার পর তৃণমূলে যোগ দিয়েছেন। বিশেষ করে তারপর থেকেই বাবুলকে কটাক্ষ করেছেন বিজেপি নেতারা। আজ বিদ্যাসাগরের জন্মদিনে ইকো পার্কে গিয়ে আবার বাবুলকে কটাক্ষ করেছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
আজ বর্ণপরিচয় উল্লেখ করে তিনি বলেছেন, “যাঁরা বর্ণপরিচয় পড়েননি, তাঁরা পড়ুন। আমরা মেদিনীপুরের লোক। বিদ্যাসাগরও মেদিনীপুরের। বিদ্যাসাগর থেকে বর্ণপরিচয় আমরা কেন সারা দেশ পড়েছে। যাঁরা রাজনীতির বর্ণপরিচয় পড়লেন না, তাঁদের থেকে কী শুনব?”
আরও পড়ুন : অক্টোবরেও বন্ধ থাকছে ব্যাঙ্ক, ঐ মাসে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
আসলে কিছু দিন আগেই সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপির সভাপতি পদে বসানোর পরেই দিলীপ ঘোষ একটি টুইট করেছিলেন যেখানে তিনি লিখেছিলেন, “ভারতীয় নতুন রাজ্য সভাপতি হিসেবে ডঃ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি।” দিলীপের এই টুইটকে ব্যঙ্গ করে বাবুল টুইট করেছিলেন যে, “ভারতীয় নতুন রাজ্য সভাপতি… মানে কি? আবার ভুল বাংলা! এটা বলতেই হচ্ছে যে আমার বর্ণপরিচয়টা ওঁর লাগবে।” আজ বাবুলের এই মন্তব্যের জবাব দিলেন দিলীপ ঘোষ।