30 C
Kolkata
Monday, September 25, 2023
More

    প্রয়াত হলেন প্রণব মুখোপাধ্যায়; শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ৮৪ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি সোমবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এবং দিল্লির আর্মি হাসপাতালে ভর্তি ছিলেন। প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে এই তথ্য দিয়েছেন।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রনব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গোটা দেশ শোকাহত, তিনি ছিলেন একজন প্রকৃত স্টেটসম্যান। যিনি রাজনৈতিক ক্ষেত্র ও সামাজিক খাতের প্রতিটি বিভাগেই সেবা দিয়েছেন। প্রনব মুখোপাধ্যায় রাজনৈতিক জীবনে অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে অবদান রেখেছিলেন।

    রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও টুইট করে প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি একটি টুইট বার্তায় লিখেছেন, প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর সংবাদ শুনে খুবই দুঃখ হয়েছে। তাঁর চলে যাওয়া একটি যুগের সমাপ্তি। প্রণব মুখোপাধ্যায় দেশকে সেবা করেছেন, তাঁর প্রয়াণে আজ সমগ্র জাতি দুঃখিত।

    অসাধারণ বিবেকের মালিক, ভারতরত্ন শ্রী মুখার্জির তাঁর ব্যক্তিত্বতে ঐতিহ্য এবং আধুনিকতার এক অনন্য সঙ্গম ছিলো। তাঁর পাঁচ দশকের কর্মজীবনে তিনি অনেক উচ্চ পদে অধিষ্ঠিত হলেও সর্বদাই মাটির কাছে ছিলেন। তিনি তাঁর সৌম্য এবং শান্ত স্বভাবের জন্যে কারণে রাজনৈতিক ক্ষেত্রে জনপ্রিয় ছিলেন।

    প্রণব মুখোপাধ্যায়কে অসুস্থতার কারণে ১০ই আগস্ট দিল্লির আরআর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর মস্তিস্কে রক্ত ​​জমাট বেঁধে যাওয়ার জন্যে অস্ত্রোপচার করা হয়েছিল, একই সাথে জানা গেছে যে তিনি করোনা পজিটিভ ছিলেন। গত বেশ কয়েক দিন ধরে, ডাক্তাররা তাকে পর্যবেক্ষণ করছিলেন, তবে তার স্বাস্থ্যের অবিরাম অবনতি ঘটছিল। যার পর সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    ৮৪ বছর বয়সী প্রণব মুখার্জি ২০১২ সালে দেশের রাষ্ট্রপতি হন, ২০১৭ সাল অবধি তিনি রাষ্ট্রপতি ছিলেন। ২০১৯ সালে, তাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...

    চিনের কাছে ৫-১ গোলে হারল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পেনাল্টি বাঁচালেন ভারতের (Indian Football Team) গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে...

    বিশ্ব বাজারে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আমদানি নয়, বিশ্ববাজারে অস্ত্র বিক্রির আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় "প্রতিভা ও...