দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভবানীপুর উপনির্বাচন আগামী 30 তারিখ আজ তার শেষ প্রচার বিকেল পাঁচটায় শেষ হচ্ছে প্রচার এর সময়সীমা তার আগে মুখ্যমন্ত্রী কে তার গদি থেকে নামাতে মরিয়া বিজেপি শেষ বলে ছয় মারার জন্য আজ ভবানীপুরে 8 টি ওয়ার্ডের সকাল থেকে পথে নেমেছেন 80 জন বিজেপি নেতা। সে তালিকায় অন্যান্য নেতা-নেত্রীদের সঙ্গে থাকছে, বিধানসভা ভোটের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী থেকে সাংসদ অর্জুন সিং ।
৮ টি ওয়ার্ডের এক একটিতে ১০ জন করে নেতা প্রচারে বের হয়েছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে। সকাল ৮ টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রথম পর্যায়ের প্রচার সেরেছেন তারা। এরপর দুপুর ২টো থেকে বিকেল ৫ টার মধ্যে সারবেন বাকি প্রচার। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ভোটারদের বোঝানো হবে যে পশ্চিমবঙ্গের সম্মান পুনরুদ্ধার করা তাঁদের দায়িত্ব।”
আরও পড়ুন: বিদেশ সফর থেকে ফিরেই, আচমকা নতুন সংসদ ভবনের কাজ পরিদর্শনে চলে আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নামছে তার মন্ত্রিসভার সদস্যরা। গতকাল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে এক লক্ষ ভোটে মমতাকে জেতাবেন বলে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। সেই লক্ষ্যেই আজ শেষ দিনের প্রচারে ঝাঁপিয়েছে তৃণমূলের নেতা-মন্ত্রীরা। তাদের লক্ষ্য বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোটে জিতিয়ে তারা আসন তাকে উপহার দেওয়া।