দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিধানসভা নির্বাচনের পরেই বাংলার বেশ কিছু তৃণমূল নেতাকে নারদ কান্ডের মামলার জন্য গ্ৰেফতার করেছিলেন সিবিআই অফিসারেরা। তারপর অবশ্য জামিনে ছাড়া পেয়েছিলেন তাঁরা। কিছুদিন আগেও চিটফান্ড কান্ডের তদন্তের জন্য পার্থ চট্টোপাধ্যায়, মানস ভুঁইঞাকে তলব করেছিল সিবিআই। এবার একই ভাবে বাংলার ‘কালার ফুল বয়ে’ মদন মিত্রকে ডেকে পাঠাল কেন্দ্রের এই তদন্তকারী সংস্থা।
তবে শুধু মদন মিত্রকেই নয়, তার সাথে মদনের পুত্র স্বরূপ মিত্রকেও জিজ্ঞসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই। দুজনের আলাদা আলাদা দিন সিবিআই-এর অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। সোমবার মদন মিত্রের হাজিরা দেওয়ার কথা ও মঙ্গলবার তার পুত্রের হাজিরা দেওয়ার কথা। আইকোর মামলায় অর্থ লেনদেন বিষয় নিয়ে আজ প্রশ্ন করা হতে পারে বলে জানা গেছে। যদিও এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন।
আরও পড়ুন : এবার দলের হয়ে প্রচারে নামলেন বাংলার বিজেপি সভাপতি, আজ কালীঘাটে প্রচার চালালেন সুকান্ত মজুমদার
অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় ভবানীপুর উপনির্বাচনের জন্য ব্যস্ত থাকায় তিনি সিবিআই-এর অফিসে গিয়ে দেখা করতে পারেননি। তাই তদন্তকারীরা তাঁর অফিস বা বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে। এছাড়া মানস ভুঁইঞাকেও তার কার্যালয় গিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।