দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : রাতভর টানা বৃষ্টিপাতের ফের জলমগ্ন হয়ে উঠেছে কোলকাতার বেশ কিছু অঞ্চল। গতকাল সন্ধ্যা থেকেই মাঝারি বৃষ্টি হয় কোলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায়। তবে রাত থেকেই এক টানা বৃষ্টি শুরু হয়েছিল এই এলাকা গুলিতে। এখনও বৃষ্টি থামেনি। আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল যে এই কয়েকদিন আবার টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। সেই আশঙ্কাই সত্যি হল আবার। পুজোর আগে আবার দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে বাংলার জনসাধারণকে।
তবে এখানেই শেষ নয়, আজও দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলির মধ্যে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোলকাতাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনিতেই প্রবল বৃষ্টিপাতের ফলে দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন : উপনির্বাচনের পর আবার ভোট বাংলায়, ৩০ অক্টোবরেই ভোট এরাজ্যের চার কেন্দ্রে
শহরে টানা বৃষ্টিপাতের ফলে কলেজস্ট্রিট, মুক্তারাম বাবু স্ট্রীট, ঠনঠনিয়া, শুকরিয়া স্ট্রিট, গিরিশ পার্ক, শোভাবাজার, উল্টোডাঙ্গা, পাতিপুকুর আন্ডারপাস, বেহালা, হরিদেবপুর, যাদবপুর, তারাতালা, তিলজলা, নেতাজি নগর, পাক সার্কাস, গার্ডেনরিচ, যাদবপুর, মুকুন্দপুর, বাইপাসের মতো এলাকাগুলিতে জল জমে গেছে। এই পরিস্থিতি সামলাতে ২৪ ঘন্টা কন্ট্রোলরুম খুলে রাখার কথা ঘোষণা করেছিল কোলকাতা পুরসভা।