দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : দীর্ঘ প্রতীক্ষার পর আজ উপনির্বাচন হয়েছে ভবানীপুর কেন্দ্রের। এই কেন্দ্র থেকেই লড়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাড়ি থেকেই পুরো ভোটদান প্রক্রিয়ার উপর নজর রাখছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও দলও তার জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। মুখ্যমন্ত্রী নিজেও আজ ভোট দিতে এসেছিলেন। দুপুর ৩ টে নাগাদ মিত্র ইন্সটিটিশনে ভোট দিতে এসেছিলেন তিনি। মাত্র তিন মিনিটের মধ্যেই ভোট দিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।
ভোট দিয়েই ভোট কেন্দ্র থেকে বেরিয়ে নিজের বাড়িতে ফিরে যান তিনি। নিজের জয় নিয়ে মুখ্যমন্ত্রী যে নিশ্চিত তা আগেই স্পষ্ট ছিল এখনও সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এছাড়াও সাংবিধানিক শর্তপূরণ করতে হলে এই জয় খুবই জরুরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে সারা বাংলায় তৃণমূল কংগ্রেস জয়ী হলেও ভোটের মূল যুদ্ধক্ষেত্র নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই নিয়ম অনুযায়ী নিজের মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে হলে কোনো একটি কেন্দ্রে জয়ী হতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।