দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ভারতীয় ক্রীড়াবিদদের এবছর খুব ভালো কেটেছে। বিশেষ করে শুটিংয়ে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে ভারতীয় ক্রীড়াবিদরা। চলতি বছরের দুই অলিম্পিকেই ভারতীয়রা বহু পদক জিতেছেন। একই রকম ভাবে এবার আইএসএসএফ জুনিয়র শুটিং বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে দেখা যাচ্ছে ভারতীয় শুটারদের। এই প্রতিযোগিতায় আজ আমেরিকাকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ভারত। এখনও পর্যন্ত মোট ১৪ টি পদক এসেছে এই প্রতিযোগিতা থেকে।
রবিবার পর্যন্ত ২টি রুপো এবং ১টি ব্রোঞ্জ সহ চারটি সোনা জিতেছে ভারতীয় শুটাররা। এই প্রতিযোগিতায় পুরুষ, মহিলা বিভাগ এবং মিক্সড বিভাগে পদক জিতেছে ভারত। এবছর অলিম্পিকের হতাশ হতে হয়েছিল মনু ভাকরকে। কিন্তু এই প্রতিযোগিতায় নিজের ছাপ ফেলেছে তিনি। এখনও পর্যন্ত তিনটি সোনা জিতেছেন তিনি।
অন্যদিকে পুরুষদের এয়ার পিস্তলের দল বেলারুসের প্রতিপক্ষকে হারিয়ে সোনা জিতেছে। এই দলে ছিলেন নবীন, সরবজোত সিং এবং শিভা নারওয়ালরা। তবে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে হাতছাড়া হয়েছে স্বর্ণ পদক। ফাইনালে হাঙ্গেরির প্রতিপক্ষের কাছে হারতে হয়েছে নিশা কানওয়ার, জিনা খিতা ও অত্মিকা গুপ্তাকে।