দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় কোলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। তবে আগেই আজকের ম্যাচ কোলকাতার কাছে ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিতেই হতো কোলকাতাকে। তাই হল ৬ উইকেটে জিতে গেল কোলকাতা নাইট রাইডার্স।
অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ আগেই ছিটকে গেছে প্লে-অফ থেকে। তাই হায়দ্রাবাদের কাছে শুধুমাত্র নিয়মরক্ষার ম্যাচ ছিল এটা। তবে টার্গেট কম থাকা সত্ত্বেও লড়াই চালিয়ে গেছে হায়দ্রাবাদ। মাত্র ৮ উইকেটে ১১৫ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। এই ছোটো টার্গেট তুলতেই হিমসিম খেতে হয় কোলকাতা নাইট রাইডার্সকে।
আরও পড়ুন : মাদক কান্ডের মামলায় জামিন পেল না শাহরুখ পুত্র, আপাতত এনসিবির হেফাজতে থাকবেন আরিয়ান খান
কিন্তু শুভমন গিলের ৫১ বলে ৫৭ রানের লড়াকু ইনিংসের উপর ভর করে ম্যাচ জিতে যায় কোলকাতা। তবে ১৯.৪ ওভার পর্যন্ত গড়ার। শেষ পর্যন্ত ২ রান করে মর্গ্যান ও ১২ বলে ১৮ রান করে নট-আউট থাকেন দীনেশ কার্তিক। ম্যাচের সেরা হয়েছেন শুভমন গিল।