30 C
Kolkata
Thursday, June 8, 2023
More

    লাল টুকটুকে শাড়িতে, হাতে ত্রিশূল নিয়ে দুর্গার সাজে শামি- কন্যা, আইরা শামি; নেটিজেনদের ট্রোলিংয়ের নিশানায়

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ একরত্তি ছোট্ট মেয়ে আইরা। বাবা ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি। সেলিব্রিটি-কন্যা, তাই মহালয়ার দিন সকালে দুর্গার সাজে ছোট্ট বাচ্চা,ত্রিশূল বাগিয়ে মহিষাসুর বধ্ করছে। এ ছবি পোষ্ট করেছিলে পেশায় মডেল, তার মা হাসিন জাহান। কিছু ক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ছবি।

    এর পরই ঘটে বিপত্তি। নেট মাধ্যমে প্রতিবাদ করতে শুরু করেন একদল মানুষ। তাদের ট্রোলিংয়ের কারণ ছোট্ট ফুটফুটে বাচ্চাটি মুসলিম। যদিও দমে যাওয়ার পাত্রী নন হাসিন।এর আগেও দোল বা দীপাবলির শুভেচ্ছা জানিয়ে, নেটিজেনদের বিদ্রুপের শিকার হয়েছিলেন তিনি। এ বিষয়ে এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,’আমি চাই না আইরার ধর্ম নিয়ে কোনও ছুৎমার্গ থাকুক। ও নাচতে ভালবাসে। প্রত্যেক উৎসবে নাচে, উদযাপন করে। সব ধর্মের অনুষ্ঠানে সামিল হয়। ওকে এভাবেই বড় করতে চাই।’

    আইরার বয়স এখন মাত্র ৬ বছর। শামির সাথে আপাতত বিবাহ বিচ্ছেদের মামলা চলছে হাসিনের।চলছে খোরপোশ,মেয়ের দায়িত্ব সহ একাধিক মামলা। আপাতত মেয়ে আইরা থাকছে মায়ের সঙ্গেই। নেটিজেনদের বিদ্রুপে তিনি বলেছেন, ‘আইরার বয়স মাত্র ৬ বছর। খুব ছোট থেকেই ও আমার কাছে নাচ শেখে। ওর যেটা ভাল লাগে সেটাই করেছে।’

    তিনি আরও জানিয়েছেন,’আমার জীবনে এত কিছু ঘটে গিয়েছে যে, আজ এসবে আর পাত্তা দিই না। মাথা ঘামাই না। খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। আগের শ্বশুরবাড়িতে অনেক লড়াই করতে হয়েছে। নিজেকে প্রতিষ্ঠিত করেছিলাম। তারপর মহম্মদ শামিকে বিয়ে। সন্তানের মা হওয়া। তারপর আর এক নতুন লড়াই। নিজের স্বামীর বিরুদ্ধেই। পরিবারের সাহায্য পাইনি। আমার মতো পরিস্থিতিতে পড়লে অনেকেই হয় আত্মহত্যা করবে, বা লড়াই করবে। আমি দ্বিতীয় পথটা বেছে নিয়েছি। একা লড়াই করতে করতে মানসিকভাবে পোক্ত হয়ে গিয়েছি। এখন আর এসবের তোয়াক্কা করি না।’

    আরও পড়ুন : পাকিস্তানের জাতীয় দলের দায়িত্ব নিতে নারাজ আক্রম, জানালেন দর্শকদের খারাপ ব্যাবহার নিতে পারবেন না তিনি

    হাসিন জাহান পেশায় একজন মডেল। অনেক সময় সাহসী পোশাক পরার জন্য তাকেও সমালোচনার শিকার হতে হয়েছে।তবে তিনি জানান ‘সাহসী পোশাক পরতে সমস্যা হয় না। পরিবার কখনও বাধা দেয়নি। মুসলিম পরিবার হলেও বাড়ি থেকে বাধা দেয়নি।’

    তিনি আরও জানিয়েছেন, ‘মেয়েকে সব ধর্মকে ভালবাসতে শেখাচ্ছেন তিনি। উদারমনস্ক করে তুলতে চাইছেন।’ দুর্গা সাজার প্রসঙ্গে তিনি বলেছেন ‘আমিও দুর্গা সেজেছি। স্কুলে নাচ করতাম। মডেল হিসাবেও দুর্গা সেজে কাজ করেছি। বড় সেলিব্রিটিদেরও তো সমালোচনা হজম করতে হয়। কেউই পাত্তা দেয় না। তোয়াক্কা করে না। আমিও ওসব নিয়ে ভাবি না।’

    বিয়ের পর তিনি মডেলিং পেশা থেকে দূরত্ব তৈরি করেছিলেন। তবে শামির সঙ্গে বিচ্ছেদ মামলা শুরু হওয়ার পর তিনি আবার নিজের জগতে ফিরছেন। নতুন করে  মডেলিংও শুরু করেছেন।
                                           লেখা – তানিয়া তুস সাবা

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...

    মেসি কি ফিরছেন বার্সাতেই?

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। হার দিয়েই শেষ তাঁর পিএসজি অধ্যায়। বিদ্রুপের মুখেও পড়তে হয়েছে...