দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বাংলায় বিধানসভা নির্বাচনের আগে থেকেই দলবদলের খেলা চলছে। তবে তখন শুধু মাত্র ভোটে জেতার জন্যেই বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন বহু নেতা। কিন্তু ফলাফল প্রকাশের পরেই আবার দলবদলের খেলা শুরু। বিজেপি যোগ দেওয়া নেতা-নেত্রীরা আবার তৃণমূলে ফিরছেন এখন। সেরকমই আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সব্যসাচী দত্ত। বহুদিন ধরেই দলবদলের ইঙ্গিত দিয়েছেন তিনি। তারপর আজ পার্থ চট্টোপাধ্যায় হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে আবার পুরোনো দলে ফিরলেন সব্যসাচী দত্ত।
আজ দলে যোগ দিয়েই তিনি জানান, “দীর্ঘদিন বিধায়ক ছিলাম। পুরপ্রতিনিধি ছিলাম। পুরোটাই সম্ভব হয়েছে মমতাদিকে সামনে রাখার জন্যই। দলের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির জন্য আবেগতাড়িত হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। আবারও ‘মমতাদি গ্রহণ করেছে আমাকে।”
আরও পড়ুন : সাত সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, মৃত্যু হয়েছে প্রায় ২০ জনের
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনে বিজেপির হারের পর থেকেই বেসুরো লাগছিল সব্যসাচীকে। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও পুরোনো কর্মীদের দলে যোগ দেবার ক্ষেত্রে কোনো বাঁধা দেওয়া হবে না বলার পরেই। আজ আবার দলে যোগ দিলেন তিনি।