দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আর দু’দিন পরেই শুরু হতে চলেছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বাঙালি সারা বছর শুধু এই উৎসবের জন্যেই অপেক্ষা করে থাকেন। কিন্তু বর্তমান সময়ে সারা পৃথিবীতেই করোনার কালো ছায়া পড়েছে। সেই কারণে অনেক বিধি নিষেধ মেনেই পালন করতে হচ্ছে সব উৎসব। একই রকম নিয়ম দুর্গাপূজা ক্ষেত্রেও। গতবছরের মতো এই বছরও হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে মন্ডপে প্রবেশ করতে পারবে না জনগন।
আর মন্ডপের বাইরে ভিড় সামলানোর দায়িত্ব পুলিশের কাছেই দেওয়া হয়েছে। কিন্তু এবছর দ্বিতীয়া থেকেই ভিড় দেখা যাচ্ছে শহরের বড় পূজো গুলোতে। আর ভিড়ে বেশিরভাগ মানুষের মুখেই মাস্ক নেই। মন্ডপে ঢুকতে না পারলেও এত জনসমাগম ফলে আবার সংক্রমণ বাড়ার সম্ভাবনা আছে।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর আয়োজন করা নিলামে সিন্ধুর র্যাকেটের চেয়েও বেশি দর উঠল নীরজের বর্শার
এই পরিস্থিতির জন্য পূজো কমিটি গুলিকেই দায়ী করেছে চিকিৎসকেরা। এছাড়াও চিকিৎসকরা আগেই সতর্ক করেছিলেন যে, করোনা টিকার দুটি ডোজ নেওয়া সত্ত্বেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সবার। তাই যতটা সম্ভব ভীড় এড়িয়ে ও বিধিনিষেধ মেনে চলাই ভালো সবার জন্যে।