দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : এখন থেকে সারা দেশেই উৎসবের মরসুম শুরু হয় যাবে। তবে করোনা সংক্রমণ এড়াতে সকলেই বিধিনিষেধ মেনে উৎসব পালন করার বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। তবে কিছু দিন ধরে উদ্ধমুখী থাকার আবার নীচে নামতে শুরু করেছে দৈনিক সংক্রমণের গ্ৰাফ। আবার দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নীচে নামতে শুরু করেছে। তবে দৈনিক মৃতের সংখ্যা এখনও ২০০-র বেশি।
কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। এখন দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৩০ হাজার ৯৭১ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৮ হাজার ১৬৬ জন। যা আগের দিনের তুলনায় একটু কম। একদিনে মৃত্যু হয়েছে মোট ২১৪ জনের। এখনও পর্যন্ত দেশে মোট করোনা মুক্ত হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৭১ হাজার ৯১৫ জন। এর মধ্যে একদিনে করোনা মুক্ত হয়েছেন মোট ২৩ হাজার ৬২৪ জন।
আরও পড়ুন : ২০২২ সালের বিধানসভা নির্বাচনে চার রাজ্যে জয়ী হওয়ার সম্ভবনা বিজেপির, সমীক্ষায় উঠে এল এই তথ্য
বর্তমানে দেশের টিকাদান কর্মসূচি খুবই দ্রুত গতিতে চলছে। যার ফলে এখনও পর্যন্ত দেশের মোট ৯৪ কোটি ৭০ লক্ষেরও বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন। খুব তাড়াতাড়ি এই সংখ্যা ১০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলবে।