দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বর্তমানে করোনা পরিস্থিতির জন্য দুবাইতে হচ্ছে আইপিএল। স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে না পারলেও কোনো অংশে জনপ্রিয়তা কিংবা দর্শক সংখ্যাও কমেনি। মানুষ টিভিতেই এখন দেখছে আইপিএল। কিন্তু এই বছর আইপিএলে লিগ টেবিলের নীচে টিম গুলির মধ্যে থাকা সেরা এগারো জন প্লেয়ার কারা?
ক্রিকেট বিশ্লেষক ও সঞ্চালক আকাশ চোপড়া নিজেই এই এগারো জন প্লেয়ারকে বেছে নিয়েছেন তাদের পারফরমেন্সের উপর ভর করে। প্রথমে দুজন ওপেনারকে বেছে নিয়েছেন তিনি কিংস ইলেভেন পাঞ্জাব থেকে। এই দুজনের নাম হচ্ছে ম্যায়াঙ্ক আগারওয়াল ও কে.এল রাহুল। পাঞ্জাব এবছর ভালো পারফরমেন্স দেখাতে না পারলেও। এই দুই প্লেয়ার ভালো পারফরমেন্স দেখিয়েছে।
আরও পড়ুন : দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে নিষিদ্ধ হয়ে গেল Dream 11
এর পরে তিনি বেছে নিয়েছেন রাজস্থান রয়্যালসের সনঞ্জু শ্যামসনকে। এবছর ১৪ টি ম্যাচ খেলে ৪০০-র উপরে রান করেছেন সনঞ্জু। তারপর মুম্বাইয়ের সূর্য কুমার যাদবকে বেছে নিয়েছেন তিনি। এবছর ৩০০-র উপরে রান করেছে তিনি। এই তালিকায় প্রথম বিদেশি প্লেয়ার হিসেবে জস বাটলারকেও বেছে নিয়েছেন আকাশ। তারপর আছেন ক্যারেবিয়ান কিংবদন্তি ও মুম্বাইয়ের প্লেয়ার ক্যারণ পোলার্ডকে। তালিকায় পরবর্তী নাম আছে জেসন হোল্ডারের। যিনি এবছর ব্যাট ও বলে দুই ক্ষেত্রেই সাফল্য পেয়েছেন। তারপরে আছে রাশিদ খান। তিনিও অলরাউন্ডার হিসেবে ভালো নাম করেছেন। এরপরেই আছে পাঞ্জাবের রবি বিসনই, মহম্মদ সামি ও জাসপ্রিত বুমরাহ-র নাম।