দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : গতকাল ফের অসুস্থ হয়ে পড়লেন এদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এবার জ্বর ও শারিরীক দূর্বলতার জন্য দিল্লির এইমসের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে মনমোহন সিংকে। তবে আজ ডাক্তাররা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। শারীরিক অবস্থার নতুন করে কোনও অবনতি হয়নি। তবে এবার প্রাক্তন প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় টুইট করেছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লিখেছেন, “আমি মনমোহন সিংজির সুস্বাস্থ্য ও আরোগ্য কামনায় প্রার্থনা করছি।” তবে শুধু প্রধানমন্ত্রীই নয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যও প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেছিলেন আজ।
আরও পড়ুন : দেশে আবার বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা, একদিনে আক্রান্ত হয়েছেন ১৮ হাজারেরও বেশি মানুষ
প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগে এপ্রিল মাসেও করোনা ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া সত্ত্বেও কোভিড আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তখনও এই এইমস হসপিটালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।