দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সরকারি বিজ্ঞপ্তিতে লেখা— ‘টিকা নিন আর জিতে নিন পুরস্কার’। সে উদ্দেশ্যে প্রশাসনের তরফে আয়োজন করা হচ্ছে বিশাল শিবিরের। সম্প্রতি এই ঘটনার জন্য শিরোনামে উঠে এসেছে মণিপুরের পশ্চিম ইম্ফলের নাম।
পশ্চিম ইম্ফল, মনিপুরের ১৬ টি জেলার মধ্যে সবথেকে জনবহুল জেলা। করোনার তৃতীয় ঢেউ বিস্তার লাভের পূর্বেই বড় সংখ্যক মানুষকে টিকা নিতে উৎসাহিত করতেই জেলা প্রশাসনের তরফে এই আয়োজন বলে জানা যাচ্ছে।
ইম্ফল পশ্চিমের ডেপুটি কমিশনার টিএইচ কিরণকুমারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ‘আগামী ২৪ অক্টোবর, ৩১ অক্টোবর এবং ৭ নভেম্বর জিএম হল, পোলো গ্রাউন্ড, এবং ধর্মশালায় ওই টিকা শিবিরের আয়োজন করা হচ্ছে।’
আরও পড়ুন : তিনটে জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপকে নিষিদ্ধ করল গুগল, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগে
জেলা প্রশাসনের তরফে জারি করা ওই সরকারি বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে ‘টিকা নিন আর জিতে নিন পুরস্কার।’ জানানো হয়েছে ওইসব কেন্দ্র গুলি থেকে টিকা নিয়ে ১৮ বছর বয়সের ঊর্ধ্বে সবাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
লাকি ড্র এর মাধ্যমে বিজেটাদের নাম বেছে নেওয়া হবে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার হিসেবে রাখা হয়েছে যথাক্রমে টিভি সেট, মোবাইল ফোন, এবং কম্বল। এছাড়াও থাকছে সান্তনা পুরস্কার।
লেখা – তানিয়া তুস সাবা