দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : একসময় সবাইকে অবাক করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রথমে অন্য কোনো দলে যোগ দেবেন না বললেও শেষ পর্যন্ত জোড়া ফুলে যোগ দিয়ে ছিলেন বাবুল। তবে দলবদল করলেও এতদিন আসানসোলের সাংসদ পদ ছিল বাবুলের কাছেই। এবার সেই পদ থেকেও ইস্তফা দিলেন এই নেতা। আজ সাংসদ পদ থেকে সরে গেলেন বাবুল।
দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবুল বলেছিলেন যে শীঘ্রই তিনি সাংসদ পদ থেকে সরে দাঁড়াবেন। সেই মতোই আজ বেলায় শোকসভার স্পিকার ওম বিড়লার বাড়ি গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন এই প্রাক্তন বিজেপি নেতা। তবে সাংসদ পদ ছাড়লেও পরে আবার তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।
আরও পড়ুন : বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার পরেও নিরব থাকায় এবার শুভেন্দুর কটাক্ষের শিকার হলেন মুখ্যমন্ত্রী
আজ সাংসদের পদ থেকে ইস্তফা দিয়েই বাবুল সুপ্রিয় জানিয়েছেন, “বিজেপি শিবির থেকেই আমি রাজনৈতিক কেরিয়ার শুরু করেছি। প্রধানমন্ত্রী, অমিত শাহ, দলের সভাপতির প্রতি আমি কৃতজ্ঞ। তাঁরা আমার প্রতি ভরসা রেখেছেন। কিন্তু আমি দলটা ছেড়েছি, অন্তর থেকেই ছেড়েছি। তাই মনে করি যে বিজেপির হয়ে আমার সাংসদ পদটাও রাখা উচিত নয়।”