দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : করোনা আক্রান্ত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। বেশ কয়েক সপ্তাহ ধরেই এই রোগে ভুগছেন এই অভিনেতা। তবে কোনো উপসর্গ ভোগ করতে হয়নি অভিনেতাকে। তাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়েছেন তিনি। জানা গেছে, ২ সপ্তাহ আগেই এই রোগে আক্রান্ত হয়েছিলেন এই বিশিষ্ট অভিনেতা।
তবে অনির্বাণ আক্রান্ত হলেও তার বাড়ির অন্যান্য সদস্যরা এই ভাইরাসের দ্বারা সংক্রমিত হননি বলেই শোনা যাচ্ছে। আক্রান্ত হননি তার স্ত্রী মধুরিমা গোস্বামীও। তবে তাও সকলেই এখন কোয়ারেন্টাইনেই মধ্যেই আছেন।
আরও পড়ুন : বাংলাদেশের দুর্গা মন্ডপে কোরান রেখেছিল মুসলিম যুবকই, সিসিটিভি ক্যামেরায় মিলল সেই ফুটেজ
অনির্বাণের করোনা আক্রান্ত হবার খবর জানিয়েছেন তার বন্ধু ও নাট্যকর্মী সাধন পাড়ুই। যদিও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়েও তার আক্রান্ত হওয়ার খবর জানতেন বলে জানিয়েছেন। তারমধ্যে সম্প্রতি মুক্তি পেয়েছে অনির্বাণ ও দেবের অভিনীত ‘গোলন্দাজ’। এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন অনেকেই।