দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ফাইজার/বায়োএনটেকের তৈরি বুস্টার ডোজ ৯৫.৬ শতাংশ কার্যকরী। এমনই দেখা গেল একটি ক্লিনিক্যাল ট্রায়ালে। এই ট্রায়ালে অংশ গ্রহণ করেছিলেন দশ হাজারেরও বেশী ব্যক্তি। এনারা প্রত্যক্যেই কোভিড ভ্যাক্সিনের দু’টি ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজে ও বুস্টার ডোজের মাঝে এগারো মাস তফাৎ রাখা হয়েছে। এই ট্রায়ালে অংশগ্রহণ যাঁরা করেন তাঁদের বয়স মোটামুটি ৫৩ বছরের আশেপাশে।
আরও পড়ুনঃ স্তনের ক্যান্সার রুখতে আশা দেখাচ্ছে নতুন ড্রাগ-ট্রায়াল
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে এক মাস আগেই সবুজ সংকেত পেয়েছিলো ফাইজার/ বায়োএনটেকের বুস্টার ডোজ। সিডিসি-এর নতুন নির্দেশিকা অনুযায়ী ভ্যাক্সিনের প্রথম ও দ্বিতীয় ডোজ একই রাখতে হলেও, বুস্টার ডোজ আলাদা নেওয়া যেতেই পারে। তবে আপাতত আমেরিকাতে ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের মাঝে পাঁচ মাসেফ ব্যবধান রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আগে ছয় মাস ব্যবধানের কথা বলা হয়েছিলো।
৯৫.৬ শতাংশ কার্যকরী ফাইজারের বুস্টার ডোজ, জানা যাচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল থেকে

