দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আমাদের দেশে বহুকাল থেকেই মহিলাদের উপর নানান বিধি নিষেধ ও অত্যাচারের ঘটনা সামনে এসেছে। বর্তমান সময় আইনশৃঙ্খলা তৈরি করে এই সকল অন্যায় কিছু জায়গায় বন্ধ করলেও এখনও দেশের অনেক জায়গায় এই ধরনের কাজ কর্ম হতে দেখা যাচ্ছে।
সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রাষ্ট্রসংঘের হিসেবে পাওয়া গেছে এই তথ্য। যেখানে দেখা গেছে দেশে প্রত্যেক বছর বহু মেয়ে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। আসলে পুত্র সন্তানের চাহিদায় জন্মের আগেই এই সকল কন্যাভ্রূণ নষ্ট করে দিচ্ছেন মা নিজেই। বিশেষ করে পরিবারের চাপেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হচ্ছে মাকে। আর এই ভ্রূণ হত্যার মামলায় সবচেয়ে এগিয়ে আছে ভারতের দুই রাজ্য রাজস্থান ও গুজরাট। এই কারণেই রাজ্যে পুরুষের তুলনায় মহিলাদের হার কমে গেছে অনেকটাই।
রাজস্থানে প্রত্যেক হাজার জন পুরুষের অনুপাতে ৯৪৮ জন মহিলা রয়েছে। অন্যদিকে হরিয়ানার মতো রাজ্যে এই সংখ্যা আরও কম। তবে ১০ বছর আগে এই অবস্থা আরও খারাপ ছিল। ২০১২ সালে কন্যা হত্যায় সারা পৃথিবীর প্রথম স্থানে ছিল ভারত। হিসেবে দেখা গেছে প্রতিবছর দেশের গুজরাট রাজ্যে প্রায় সাড়ে চারশো মেয়ে উধাও হয়ে যায়। অন্যদিকে হরিয়ানায় প্রায় ২৮০ মেয়ে নিরুদ্দেশ হয়ে যায় প্রত্যেক বছর। সুতরাং ক্রীড়া ক্ষেত্র ও অন্যান্য বিষয় ভারতীয় মহিলাদের এত উন্নতির পরেও মানুষের মন থেকে কন্যাভ্রূণ হত্যার ট্র্যাডিশন এখনও মুছে যায়নি।