দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : উত্তরাখণ্ডে তুষারধসে নিশ্চিহ্ন হয়ে গেল ১১ জন বাঙালি অভিযাত্রী। এই সময় পাহাড়ে ট্র্যেকিং করতে গেছিলেন ঐ ১১ জন বাঙালি। বর্তমান সময়ে ব্যাপক তুষারপাত শুরু হয়েছে দেশের উত্তরে অবস্থিত এই রাজ্যে। ফলে এবারও ধস নেমেছে বহু জায়গায়। এই এধরণের দুর্যোগের ঘটনা এর আগেও হয়েছে উত্তরাখণ্ডে।
আসলে গতবছর করোনা পরিস্থিতির জন্য পর্যটকদের জন্য বন্ধ ছিল উত্তরাখণ্ড। কিন্তু এবছর বহু মানুষ ট্রেকিং
আরও পড়ুন : রাজ্য সরকারের ক্ষমতা নেই সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার, জানাল কেন্দ্র
প্রথমে তাদের দেহ খুঁজে না পাওয়া যাওয়ায় উত্তরাখণ্ড সরকার তাদের মৃত বলে ঘোষণা করেছিল। কিন্তু এখন উদ্ধারকারী দল প্রত্যেকের দেহ খুঁজে বের করতে সক্ষম হয়েছে। তবে মৃত ঐ চার জন ছাড়াও দেহ মিলেছে আরও সাত জনের। এরা প্রত্যেকেই এরাজ্যের বাসিন্দা। অন্যদিকে রাজ্য সরকার মৃতদের দেহ রাজ্যে ফিরিয়ে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে।