দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহাযুদ্ধে প্রথমবার জয়ী হয়েছে পাকিস্তান। খুব সহজেই বিরাট কোহলির ভারতকে হারিয়ে বহু বছর ধরে চলে আসা রীতি ভেঙেছে বাবর আজমের পাকিস্তান। সেই কারণেই ম্যাচ জিতে উৎসব পালন করছে পাকিস্তানিরা। তাই ম্যাচ জেতায় খুশিতে সারা রাত বাজি ফাটিয়েছেন তাঁরা। তবে শুধু বাজি নয় চলেছে গুলিও। ম্যাচ জেতার খুশিতে আত্মহারা হয়ে বেপরোয়া গুলি চালিয়েছে পাকিস্তানিরা।
আর এতেই ঘটেছে বিপত্তি, বেপরোয়া গুলি চালিয়েই জখম হয়েছেন বহু পাকিস্তানি। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের করাচি শহরে। করাচির চৌরঙ্গীর অরঞ্জি টাউন সেক্টর-৪, সাচল গঠ, অরঞ্জি, গুলশান-ই-ইকবাল, এলাকাগুলিতে বন্দুকবাজরা এলোপাতাড়ি গুলি চালিয়েছে। আর এই গুলিতে জখম হয়েছেন মোট ১২ জন। এর মধ্যে রয়েছেন পুলিশ কর্মীরাও। আপাতত আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন : ভারতের হারের পর বাজি ফাটানোয় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন গম্ভীর ও সেহওয়াগ
তবে এই ঘটনা প্রথম নয় উৎসবের মেজাজে মাঝে মধ্যেই গুলি চালাতে দেখা যায় পাকিস্তানে। বিশেষ করে করাচি ও লাহোরের মতো শহরগুলিতে এই ধরনের ঘটনা ঘটতে দেখা গেছে। এই রীতি মানতে গিয়েই প্রাণ হারাতে হয়েছে বহু পাকিস্তানিকে।