দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : জাতীয় পুরস্কারের দৌড়ে ফের জয় কঙ্গনার রানাউতের। ৬৭তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসের মঞ্চে অভিনেত্রীর হাতে এই পুরস্কার তুলে দিলেন ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। এবার ‘মণিকর্নিকা’ ও ‘পঙ্গা’ ছবিতে অভিনয় করার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এই অভিনেত্রী। এর আগে ‘ফ্যাশন’, ‘তনু ওয়েডস মনু রিটার্ন’ ও ‘কুইন’ মতো ছবিতে অভিনয় করার জন্য জাতীয় পুরস্কার জিতেছেন কঙ্গনা।
তবে ‘মণিকর্নিকা’-র সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেও এক সময় কঙ্গনার নিজস্ব প্রযোজনায় তৈরি এই ছবি নিয়েই নানান বিতর্কে জড়িয়ে ছিলেন অভিনেত্রী নিজেও। সহ অভিনেতা থেকে শুরু করে ছবির পরিচালক সকলের কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ছিলেন ছবিতে নিজের ইচ্ছামত কাজ করার জন্য। মাঝপথে ছবি ছেড়েও চলে গেছিলেন তাঁরা।
আরও পড়ুন : ভারতের হারের পর বাজি ফাটানোয় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন গম্ভীর ও সেহওয়াগ
তবে তাকে নিয়ে বিতর্ক তৈরি হলেও নিজের অভিনয় দিয়ে সব সময় সমালোচকদের মুখ বন্ধ করে এসেছেন এই অভিনেত্রী। এত কম বয়সে এতগুলো জাতীয় পুরস্কার জেতেছেন এমন অভিনেত্রী কঙ্গনা ছাড়া আর কেউ নেই দেশে।