দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : চলতি মাসে দুর্গা পূজার জন্য বহু দিন ধরে বন্ধ ছিল ব্যাঙ্ক। একই রকম অবস্থা ঘটতে চলেছে নভেম্বর মাসেও। ব্যাঙ্ক বন্ধ থাকায় নভেম্বরে প্রায় ১৭ দিন ছুটি থাকবে ব্যাঙ্ককর্মীদের। উৎসবের মরসুমে প্রত্যেক বছরের মতো এবছরেও অনেক দিন ছুটি থাকবে ব্যাঙ্ক।
নভেম্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে মোট ১৭ দিন বন্ধ থাকার কথা ব্যাঙ্ক। এই দিন গুলি হচ্ছে ১)কন্নড় রাজ্যোৎসবের জন্য ১ নভেম্বর, ২)নরক চতুদর্শীর জন্য ৩ নভেম্বর ,৩) দীপাবলির জন্য ৪ নভেম্বর,৪)প্রতিপদের ভাইফোঁটা ও গোবর্ধন পুজো জন্য ৫ নভেম্বর, ৫) ভাইফোঁটার জন্য ৬ নভেম্বর, ৬)ছট পুজো – ১০ নভেম্বর, ৭)ছট পুজো জন্য ১১ নভেম্বর, ৮)গুরু নানক জয়ন্তী ও কার্তিক পূর্ণিমা জন্য ১৯ নভেম্বর, ৯)কণক দশা জয়ন্তী জন্য ২২ নভেম্বর, ১০)খাসি সম্প্রদায়ের সেং কুটসনেম উৎসব জন্য ২৩ নভেম্বর। এই সব উৎসব গুলির জন্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এছাড়াও সাপ্তাহিক ছুটির জন্য আরও সাত দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এই দিন গুলি হচ্ছে ১১)রবিবার ৭ নভেম্বর, ২) দ্বিতীয় শনিবার ১৩ নভেম্বর,৩) রবিবার ১৪ নভেম্বর, ৪)রবিবার ২১ নভেম্বর, ৫)মাসের চতুর্থ শনিবার ২৭ নভেম্বর, ৬) রবিবার ২৮ নভেম্বর অন্যদিকে ছট পুজোর জন্য আরও একদিন ছুটি থাকবে।