দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ লাদাখের জম্মু কাশ্মীর সীমান্তে কাছে পাহাড়ি এলাকায় টহলদারি চালানোর সময় মেঘাচ্ছন্ন আকাশ ও ঘন কুয়াশার জেরে সিআরপিএফের ৪২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি উঁচু পাহাড়ি পথ থেকে খাদে পড়ে যায়। ওই সময় গাড়িটিতে ছিল সিআরপিএফের ৪ জওয়ান।


এর পর ওই ৪ জওয়ানকে উদ্ধার করে জম্মু কাশ্মীর সীমান্তে সেনা হাসপাতালে নিয়ে আসলে জানা যায় এক জওয়ানের মৃত্যু হয়েছে। বাকি ৩ জনের শারীরিক অবস্থা আশঙ্কজনক। মৃত জওয়ান ৩৬ বছর বয়সি নন্দ রানা, পূর্ব মেদিনীপুরের তমলুকের হরশঙ্কর গ্রামের বাসিন্দা। দুপুরে সিআরপিএফের তরফে মৃতের পরিবারকে খবরটি জানানোর পর স্বাভাবিক ভাবেই শোকাচ্ছন্ন হয়ে পড়েছে তারা। শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে।


মৃত জওয়ানের আত্মীয় অশোক কুমার পাইক স্থানীয় নীলকন্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘সোমবার সকাল সাড়ে ৬টা-৭টা নাগাদ ঘন কুয়াশার জেরে সিআরপিএফ জওয়ানদের গাড়িটি পাহাড়ি উঁচু রাস্তা থেকে খাদে পড়ে যায়। সে সময় গাড়িতে থাকা ৪ জওয়ানই গুরুতর চোট পান। পরে খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে সকাল সাড়ে ৯টা নাগাদ নন্দর মৃত্যু হয়।’’


আরও পড়ুন : ৩৭২ রানে কিউইদের হারিয়ে তাদের থেকে শীর্ষ স্থান ছিনিয়ে নিল বিরাটের ভারত, দেখেনিন ক্রমতালিকাতে কে কত নম্বরে
তিনি আরও জানিয়েছেন,‘‘সিআরপিএফের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দেহের ময়নাতদন্ত হবে। বুধবার দেহ বাড়িতে আসার সম্ভাবনা রয়েছে। তার পর গ্রামে শেষকৃত্য সম্পন্ন হবে। ঘটনাটি ইতিমধ্যে তমলুক থানাকে জানানো হয়েছে।”
লেখা – তানিয়া তুস সাবা।