দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দেশের প্রতিটি নাগরিকই আসলে হিন্দু কেননা তাদের পূর্বপুরুষ এক। এবারও ঘুরিয়ে একই কথা বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত। তিনি বললেন, ৪০ হাজার বছর ধরে প্রত্যেক ভারতীয়ের শরীরে রয়েছে একই ডিএনএ। ধরমশালায় প্রাক্তন ভারতীয় সেনাদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংঘ প্রধান ভাগবত। “গত ৪০ হাজার বছরে ভারতীয়দের ডিএনএ-তে কোনও পরিবর্তন হয়নি। আমাদের পূর্বপুরুষরা অভিন্ন। পূর্বপুরুষদের কারণে আমাদের সংস্কৃতির বিকাশ অব্যাহত রয়েছে। আজকের ভারতীয়দের মধ্যে কোনও তফাত নেই।”
প্রাক্তন সেনা আধিকারিকদের সমাবেশে বিপিন রাওয়াত-সহ তামিলনাড়ুর কুন্নুরের চপার দুর্ঘটনায় মৃত ১৪ জনের প্রতি শোকপ্রকাশ করে ভাগবত দাবি করেন, বিজেপি ও আরএসএস পৃথক বিষয়। বিজেপি সরকারকে আরএসএস নিয়ন্ত্রণ করে না। এই ধরনের বক্তব্য আসলে মিডিয়ার প্রচার। ভাগত বলেন, “তাদের রাজনীতি আলাদা, কাজের ধরনও অন্যরকম। তবে সংঘের চেতনা ও সংস্কৃতির একটা কার্যকারিতা রয়েছে। সংবাদ মাধ্যম যেভাবে লেখে, সংঘের হাতেই রয়েছে বিজেপি সরকারের রিমোট কন্ট্রোল ইত্যাদি, আদতে কিছু নয়।”
ভাগবতের আরও দাবি, “সরকার সবসময় আমাদের বিরুদ্ধে অবস্থান করে, গত ৯৬ বছর ধরে হাজার বাধা ডিঙিয়ে কাজ করে যাচ্ছেন সংঘের সদস্যরা। সমাজের যখনই প্রয়োজন হয়, ঝাঁপিয়ে পড়ে কাজ করেন। স্বয়ংসেবকরা ইতিমধ্যে প্রমাণ করেছেন সংসদে ভবনের আসন দখল তাঁদের উদ্দেশ্য না।
প্রসঙ্গত ভাগবত দাবি করেছিলেন, ভারত ও হিন্দুত্বকে পরস্পরের থেকে আলাদা করা যায় না। সেবার সংঘ প্রধান বলেন, “হিন্দু ছাড়া ভারত হতে পারে না। আবার ভারত ছাড়াও হিন্দু হতে পারে না।