দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
‘ওমিক্রন’-র গোষ্ঠী সংক্রমণ শুরু ? দ্রুত ছড়াচ্ছে ‘ওমিক্রন’। ওমিক্রন-সংক্রমণ দেড় থেকে তিন দিনের মধ্যে দ্বিগুণ হচ্ছে। শনিবার এমনই সতর্কবার্তা দিল WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর, প্রথম ওমিক্রন-আক্রান্তের হদিশ পাওয়ার পর একমাসও পেরোয়নি। এর মধ্যেই বিশ্বের ৮৯টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের এই প্রজাতি।
শনিবার ‘WHO’-র তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, যেসব এলাকায় ওমিক্রন সংক্রমিতের হদিশ মিলছে, সেই সব এলাকায় দেড় থেকে তিনদিনের মধ্যে সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়নের দেশ গুলিতে তো বিদ্যুতের গতিতে সংক্রমণ ছড়াচ্ছে ‘ওমিক্রন’। করোনার দ্বিতীয় ঢেউয়ের বাহক ‘ডেল্টা’-র থেকেও ‘ওমিক্রন’ ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আগেই সতর্কবার্তা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা সহ ব্রিটেনের হাসপাতাল গুলিতে ওমিক্রন-আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে ইউরোপে ওমিক্রন ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত ওমিক্রনে সংক্রমিত হয়ে মৃত্যুর খবর নেই। ওমিক্রন আক্রান্তদের শারীরিক অবস্থারও বিশেষ কোনও অবনতি দেখা যায়নি। অধিকাংশ রোগীই উপসর্গহীন বা মৃদু উপসর্গে আক্রান্ত।
ডবল ডোজ এমনকি বুস্টার ডোজ নেওয়ার পরেও অনেকে সংক্রমিত হয়েছেন। ফলে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওমিক্রন মোকাবিলার পথ খুঁজতে সংক্রমিতদের বিশেষ পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন ‘WHO’-র বিজ্ঞানীরা। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে বড়দিন, বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবে বিধি-নিষেধে কড়াকড়ি করার ঘোষণা করেছে নেদারল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি।