দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বাংলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৬৫ জন। একদিনে মৃত্যু হয়েছে ৯ জনের।
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১৭৪ জন কলকাতার। দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় অনেকটাই বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানকার ১০৪ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,২৭, ০৭৬ জন।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৯ জনের। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৫৬৮ জন। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৫৩ শতাংশ। রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।