দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবার পাবজি না খেলতে পারার দুঃখে আত্মঘাতী হলো এই রাজ্যের এক যুবক। উল্লেখ্য, নদীয়া জেলার ২১ বছরের এই ছাত্রর কাছে পাবজি খেলা ছিল নেশার মত। পরিবারের লোকজনের দাবি সে পাবজি ছাড়া কিছুই বুঝতো না এবং ভারত সরকারের দ্বারা পাবজি নিষিদ্ধ করার পর সে একেবারে ভেঙে পড়েছিল।
গত শুক্রবার দুপুরে শোয়ার ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় ছাত্রটির দেহ উদ্ধার করেন পরিবারের লোকেরা। পাবজি খেলতে না পারায় ছাত্রটি আত্মঘাতী হয়েছে বলেই প্রাথমিক তদন্তে এটা ই মনে করা হচ্ছে। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে নিয়ে যায়।
উল্লেখ্য গত জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় কুড়ি জন ভারতীয় সেনা শহীদ হন। এরপর চীনকে উচিত শিক্ষা দিতে ধাপে ধাপে বিভিন্ন চিনা অ্যাপ ব্যান করা হয়। অবশেষে কেন্দ্রীয় সরকার ভারতে খেলা সর্বোচ্চ গেমিং অ্যাপ পাবজি ব্যান করেছে। কেন্দ্রীয় সরকারের মতে এই গেম কোরিয়ান হলেও এতে এক চাইনিজ বিজনেস ম্যানের মোটা অঙ্কের শেয়ার
কেনা রয়েছে, এছাড়াও পাবজি ডাউনলোডকারী সব ইউজারের সংবেদনশীল তথ্যও চাইনিজ সরকারের কাছে পাঠানো হচ্ছিল যা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে একটি বড় মানের ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছিলো।
প্রসঙ্গত, বর্তমান প্রজন্মের অধিকাংশ ছেলে মেয়ে থেকে শুরু করে কর্ম ব্যস্ত পেশাদার লোকেরাও পাবজি খেলা নিয়ে ব্যস্ত। শুধু খেলা নয় এই গেমে অনেকে প্রচুর টাকাও বিনিয়োগ করেছিলেন। আর এই গেমের প্রতি নেশা এতটাই বেশি যে না খেলে থাকতে পারছেন না অনেকেই। এবার পশ্চিম বাংলায় পাবজি না খেলতে পারার দুঃখে আত্মঘাতী হওয়ার খবর এইপ্রথম নথিভুক্ত হল।