দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলা গুলিতে আকাশ মেঘলা থাকবে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১ মার্চ থেকে আবারও হাওয়া বদল হতে পারে বঙ্গে। ৪ মার্চ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে