দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
কোভিডের প্রকোপ কমতেই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছে রাজ্য সরকার। সেই সম্মেলনের প্রথম দিনেই বড় অংকের বিনিয়োগের প্রতিশ্রুতি দিল আদানি এবং হিরানন্দানি শিল্পগোষ্ঠী। যার ফলে রাজ্যজুড়ে বিরাট কর্মসংস্থান হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এই প্রথমবার বাংলার বাণিজ্য শিল্প সম্মেলনে যোগ দিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। এদিন শিল্প সম্মেলনের মঞ্চ থেকে বাংলা এবং রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি। ইতিমধ্যে একাধিকবার নবান্নে আদানি গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে রাজ্য সরকারের প্রতিনিধিরা। কথা হয়েছে রাজ্যে বিনিয়োগ নিয়েও।
রাজ্যের একাধিক শিল্পক্ষেত্রে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে ঘোষণা করলেন গৌতম আদানি। তিনি জানিয়েছেন, বাংলায় লজিস্টিক হাব, ডেটা বেস সেন্টার, উৎকর্ষতার কেন্দ্র গড়বে আদানি গোষ্ঠী। পরবর্তী সময়ে গ্রিন এনার্জি নিয়েও কাজ করবে তারা। এই বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে পারে বলেও প্রতিশ্রুতি দিয়ে রাখলেন তিনি।
শুধু আদানি গোষ্ঠী নয়, রাজ্যে বিনিয়োগ করবে হিরানন্দানি গোষ্ঠীও। ডেটা সেন্টারের ক্ষেত্রে দেড় হাজার কোটি টাকার বিনিয়োগের আশ্বাস দিয়েছে এই গোষ্ঠী। সেখানেও চাকরি পাবেন রাজ্যের প্রচুর ছেলেমেয়ে। সবমিলিয়ে শিল্প সম্মেলনের প্রথম দিন বড় অংকের বিনিয়োগ টানল বাংলা।