দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: ভারতীয় রেল ব্যবস্থা হল ভারতের মেরুদন্ড। প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী ট্রেনে চেপে ভ্রমণ করেন। যাত্রীদের সুবিধার্থে রেল বিভিন্ন নতুন নতুন পদক্ষেপ নিয়ে আসে। এবার রেলের তরফে নতুন নিয়ম জারি করা হয়েছে। নতুন বছরে যাত্রা হতে চলেছে আরও সুরক্ষিত এবং শুভ। অনেক সময় প্রয়োজন হলেও রেলের টিকিট পাওয়া যায় না।
লোকাল ট্রেন নয় বরং এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে এই সমস্যায় ভুগতে হয় যাত্রীদের। যদিও অনেকে আবার বেশি দাম দিয়ে তৎকাল টিকিট কাটেন। এক টিকিটেই এবার একজন নয় বরং একাধিক মানুষ যাতায়াত করতে পারবেন রেলে সম্প্রতি এমনই নিয়ম চালু করেছে ভারতীয় রেল মন্ত্রক। রেলওয়ের তরফে জানানো হয়েছে,এর IRCTC ব্যবহারকারীরা তাদের নিজস্ব আইডি থেকে তৎকাল ই টিকিটে PNR প্রতি চার জন যাত্রীর জন্য টিকিট বুক করতে পারবেন।
এক্ষেত্রে পিএনআরএ চারজনের জন্য টিকিট নেওয়া যাবে। সাধারণ টিকিট ক্যানসেল করা গেলেও তৎকালের টিকিট কিন্তু ক্যান্সেল করা যায় না। তাই টাকা ফেরত পাওয়ার কোন ব্যবস্থা থাকবে না। তবে যদি টিকিট কনফার্ম না হয় সেক্ষেত্রে সামান্য কিছু কেটে নিয়ে টাকা ফেরত দেওয়া হয় রেলের তরফে। টিকিট কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তৎকালে। রেলের নতুন নিয়মের প্রতি মাসে ২৪ টি করে টিকিট বুক করতে পারবেন গ্রাহকরা।