দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: তিনি চাকরিপ্রার্থীদের কাছে ভগবান। একের পর এক অন্যায়ের সুবিচার করে ন্যায় পাইয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে। বলা যেতে পারে বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরী কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি।
মরণোত্তর দেহ দানে অঙ্গীকার করতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। সম্প্রতি এমনই জানিয়েছে এক সেচ্ছাসেবী সংস্থা। ওই সংস্থা গণ দর্পনের সদস্যদের দাবি চলতি মাসের ১০ তারিখ চিকিৎসা বিজ্ঞান দিবসকে স্মরণ করে সংগঠনের তরফে আয়োজিত এক অনুষ্ঠানে মরণোত্তর দেহ দানের অঙ্গীকার করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
১৯৮৬ সাল থেকে মরণোত্তর দেহ দানের সঙ্গে যুক্ত এই সংগঠন। শুধু তাই নয় প্রতিদিন নানান সমাজ সেবামূলক কাজেও যুক্ত থাকেন তারা। এ বছর ১০ জানুয়ারি চিকিৎসা বিজ্ঞান দিবস উপলক্ষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন তারা। সেখানেই বিচারপতি বলেন তিনি মরণোত্তর দেহদান করবেন।
১৮৩৬ সালের ১০ জানুয়ারি প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন চিকিৎসক মধুসূদন গুপ্ত। ওই দিন থেকেই চিকিৎসা বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। গণ দর্পণ সংগঠন মহানগরে তাদের ওই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদিকে বিচারপতি গাঙ্গুলির এমন পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন মানুষও।