দ্যা ক্যালকাটা মিরর: নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা লেখার ধরন নিয়ে তীব্র কটাক্ষ করলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সরকারি গ্রন্থাগারের হাল নিয়ে কথা বলতে গিয়ে আজ এই কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী লেখা প্রতিটি কবিতার এক একটি পংক্তি করে তিনি বলেন এই অখাদ্য জিনিসগুলি গ্রন্থাগারে কখনোই রাখবেন না।
বুধবার খিদিরপুরে মধুসূদন লাইব্রেরী অনুষ্ঠানে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে বেশ কয়েক বছর আগে একটি লাইব্রেরীতে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে শোনা যায় বিচারপতিকে। তিনি ব্যঙ্গ করে কবিতার প্রথম লাইন এপাং অপাং ঝপাং আমরা সবাই ড্যান ড্যান এই যদি কবিতার বই হয় তবে কি কেউ এই কবিতা পড়তে চাইবে?
তিনি আরো বলেন এই অখাদ্য জিনিসগুলি আপনারা কখনোই গ্রন্থাগারে। এখন এটা বলবার সময় তবে মানুষ সচেতন হতে পারবেন। এই ধরনের বইগুলি যদি সরকারি গ্রন্থাগারে থাকে তবে কি কোন এটা পড়তে পারবে আপনাদের কি মনে হয় প্রশ্ন তুলেছেন বিচারপতি। এই ধরনের বই সরবরাহ করা হলে তাতে উইপোকার বাসা জন্মাবে বলেই কটাক্ষ করেন তিনি।
প্রসঙ্গত মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্ম দিবস উপলক্ষে কলকাতার খিদিরপুরে মধুসূদন দত্ত লাইব্রেরীতে তিনি উপস্থিত ছিলেন। সেখানেই নাম না করে মুখ্যমন্ত্রীর কবিতা লেখার ধরন নিয়ে তিনি ব্যঙ্গ করেন। এই প্রথম নয় এর আগেও দুর্নীতি সহ নানান মামলায় শুনানি চলাকালীন রাজ্য সরকারকে একহাত নিয়েছেন বিচারপতি। এমনকি তৃণমূলের প্রতীক কেড়ে নেওয়ার কথা বলেছেন তিনি। এবার আবারও সরাসরি দলের সুপ্রিমোকে নিয়ে মন্তব্য করলেন তিনি। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
মুখ্যমন্ত্রীর কবিতা অখাদ্য, কটাক্ষ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর!

