দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: এখনো পর্যন্ত ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে চারবার 1947 1965 1971 এবং 1999 সালে। কিন্তু পরমাণু যুদ্ধের সম্মুখীন হয়নি এই দুটি দেশ। বালাকোটে ভারতীয় বিমান বাহিনী হামলা করার পরে রণরঙ্গনে প্রস্তুত হয়েছিল পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্পের কূটনীতিক ও প্রাক্তন সিআইআর এর প্রধান মাইক পম্পে তার নেভার গিভ এন ইঞ্চি ফাইটিং ফর দা আমেরিকা আই লাভ গ্রন্থে প্রকাশ করেছেন কিছু বিস্ময়কর তথ্য।
সেখানে জানানো হয়েছে খুব শীঘ্রই ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ লাগতে পারে। মঙ্গলবার প্রকাশিত হয়েছে এই বই তিনি দাবি করেছেন সালে পাকিস্তানের বালাকোটে 2019 সালে ভারতের হামলার পর ভারত ও পাকিস্তান পারমাণবিক যুদ্ধে একটা বাতাবরণ তৈরি হয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যদিও এই যুদ্ধ শেষ পর্যন্ত সম্ভব হয়নি মার্কিন কূটনীতিক আরো জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও এই ব্যাপারে তার কথা।
সুষমা স্বরাজ সেই আতঙ্কের কথা জানিয়েছিলেন তাকে তবে তিনি এও বলেছিলেন ভারত এর পাল্টা নিচ্ছে। প্রসঙ্গত ওই বছর ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় 41 জন আধা সামরিক সেনা নিহত হয়েছিলেন আর তার জন্য দায়ী ছিল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী। এরপরই পাকিস্তান সীমান্তের ভেতর হামলা চালায় ভারত ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানের হাতে ধরা পড়েন। এক্ষেত্রে ভিয়েতনাম এবং উত্তর কোরিয়ার স্মৃতিচারণ করেছেন পম্পেও। ভারত ও পাকিস্তান যখন একে অপরকে হুমকি দেয়া শুরু করেছিল তখন পরিস্থিতি যথেষ্ট ভয়ঙ্কর হয়ে উঠেছিল বলেও তিনি জানান। তিনি মনে করেন ভারতের সঙ্গে পাকিস্তানের আবারো পারমাণবিক যুদ্ধ লাগতে পারে এই বছরই। আর সেটা হবে দুই দেশের জন্যই সবথেকে কঠিন সময় তবে আমেরিকা এক্ষেত্রে কি ভূমিকা নেবে সে ব্যাপারে কোন আভাস দেননি তিনি