দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: আজ ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। শুরু হয়ে গিয়েছে জাতীয় পতাকা উত্তোলন। ভারতীয় গণতন্ত্রের বাহক ভারতের জাতীয় সংবিধান। তাকে মান্যতা দিয়ে শুরু হয়ে গিয়েছে তেরঙা পতাকায় দেশ সাজানোর পালা।
গতকাল থেকেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রঙিন হয়ে উঠেছে তেরঙা আলোয় । আলোকসজ্জায় ঝলমল করছে রাষ্ট্রপতি ভবন। গোটা এলাকার সাজিয়ে তোলা হয়েছে গেরুয়া আলোয় রাষ্ট্রপতি ভবন শুধু নয়, রাজপথ এবং সংলগ্ন এলাকায়ও সাজিয়ে তোলা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের আগে। ভারতের ঐতিহ্যপূর্ণ ইতিহাসের এক নিদর্শন লালকেল্লা সেজে উঠেছে আলোর রোশনাইতে।


মুম্বাইয়ের অন্যতম পরিচিত বিমানবন্দর ছত্রপতি শিবাজী মহারাজা টার্মিনাস তিরঙ্গা পতাকায় সেজে উঠেছে। জম্মু-কাশ্মীরে নব নির্মিত নক টাওয়ারের উপর থেকে দেখা যাচ্ছে সুউচ্চ আলোর রাশি। ডাল লেকের জলে স্রোতে কোথাও রয়েছে গেরুয়া আবার কোথাও সবুজ কখনো দেখা যাচ্ছে শ্বেতশুভ্র আলোর রাশি। বাদ যায়নি কলকাতা দ্য সিটি অফ জয়।


শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া স্টেশন সাজিয়ে তোলা হয়েছে তিরঙ্গ আলোয়। গঙ্গার ধারেও আলোক রোশনায় ঝলমল করছে। আবার কাঞ্চনজঙ্ঘার চারিদিকে গেরুয়া সাদা সবুজ রিফলেকশন শো এর ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সেজে উঠেছে দেশের আসমুদ্রহিমাচল।