দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে আগেই মাঠে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। গোটা শিক্ষা দপ্তর শ্রীঘরে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ সকলেই হেফাজতে রয়েছেন । আর কুন্তল কে জিজ্ঞাসাবাদ করে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে টলিউড যোগ। বেনিয়মের টাকা কি ঢুকেছে টলিউডের প্রোডাকশন হাউসে? প্রোডাকশন হাউজ খুলে নিয়মিত ওয়েব সিরিজ এবং মিউজিক ভিডিও বানিয়েছেন হুগলির এই তৃণমূল নেতা।
আর তার সঙ্গে মদত দিয়েছেন টলিউডের নানার নামকরা পরিচালক ও প্রযোজকরা। বাংলা হিন্দি দুই ভাষাতেই কাজ করেছেন কুন্তল অন্যদিকে শুক্রবার কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায় কে তরফ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলেই সূত্রের খবর। নবকথা ইনিশিয়েটিভ নামে একটি প্রযোজনা সংস্থার মালিক তিনি। এই ব্যাপারে টলিউডের বিশিষ্ট অভিনেতা তথা সুরকার প্রসূন গায়েন বলেন পরিচালক হিসেবে আমি কাজ করেছিলাম ওই নবকথা ইনিশিয়েটিভে।
কাজ শেষ হয়ে যাওয়ার পর আর তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। নিয়োগ বিনিময়ে কোটি কোটি টাকার আর্থিক তছরুপ করেছেন কুন্তল ঘোষ। ১৯ কোটি টাকা হাতানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে গতকাল তিনি জানিয়েছিলেন তার মধ্যে দশ কোটি টাকা তিনি দিয়েছেন পার্থকে। তাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক বিস্ফোরক নাম উঠে আসছে বারবার। এবার টলিউড যোগ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা উঠে আসতে পারে আরো রাঘববোয়ালদের নাম।