দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: কিভাবে ভালো ফল করবেন মাঝারি মানের পড়ুয়াড়া তার নিদান দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। পরীক্ষার আগে তো একটু চাপ থাকবেই কিন্তু তার মধ্যেও মজা আছে দাবি নরেন্দ্র মোদির। এমনই একজন মাঝারি মানের পড়ুয়াকে অভিনন্দন জানালেন মোদি তিনি বলেন আপনি একদিন দেশের বিশিষ্ট ব্যক্তি হয়ে উঠবেন। কিন্তু সবকিছু পেতে চাইলে একটু চাপ তো বাড়াতেই হবে হার্ডওয়ার্ক বনাম স্মার্ট ওয়ার্ক এর তুলনায় বুদ্ধির সঙ্গে কাজ হাসিল করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন কলসি এবং কাকের গল্পটা নিশ্চয়ই সবার জানা, কিছু জন বরাবর কঠোর পরিশ্রম করেন আবার কিছু জন পরিশ্রম না করে সফলতার ট্রিক্স আগে থেকেই বুঝে যান। প্রধানমন্ত্রী বলেন শর্টকাটে কখনো সাফল্য মেলেনা। কেউ হয়তো টুকলি করে আপনার থেকে বেশি নম্বর পেতে পারেন কিন্তু আপনার কঠোর পরিশ্রম কখনোই আপনাকে ধোকা দেবে না।
প্রধানমন্ত্রী আরো বলেন নানান অভিনব পদ্ধতিতে আজকাল পরীক্ষায় নকল করা যায় আমার মনে হয় নকল করার পিছনে ব্যয় না করে কিছু শেখা উচিত। মূল্যবোধের পরিবর্তন আসে তাতে। বাড়িতে মায়ের কাজ দেখে শিক্ষা নিতে অনুরোধ করেন নমো। কাজে তো কখনো মাইক্রোম্যানেজমেন্ট থাকে না। তবে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন সময়ানুবর্তিতার উপর।
শুধু পড়াশোনা বা পরীক্ষা নয় জীবনে সময়ানুবর্তিতা অত্যন্ত জরুরি বলে মনে করেন মোদি। ক্লান্তি আসবেই কিন্তু তার মধ্যে প্রতিটি বিষয়ে পড়ার জন্য কুড়ি মিনিট বরাদ্দ করে নিতে হবে। পড়াশোনার সঙ্গে সঙ্গে ক্রিকেটের তুলনা দিলেন।
প্রধানমন্ত্রী তিনি বলেন স্টেডিয়ামে সবাই ৬ ৪ বলে চিৎকার করলেও ব্যাটসম্যান কিন্তু নিজের উপরে ভরসা রাখেন। যে পড়ুয়ারা আমাকে আজ প্রশ্ন করছেন সেটা আমারও একটা পরীক্ষা। তার ওপর নম্বর দিতে বললেন মোদি। মোট কুড়ি লক্ষ্য প্রশ্ন জমা পড়েছে প্রধানমন্ত্রী কাছে তার মধ্যে একটি একটি করে উত্তর দিচ্ছেন মোদি।