দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
Motorola একটি অভাবনীয় স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে, যা ব্যবহার করলে আপনাকে সারা জীবনেও SIM কার্ড ব্যবহার করতে হবে না। রিচার্জের তো কোনও ঝামেলাই নেই। ফোনটির নাম Motorola Defy 2। তার সঙ্গে একটি স্যাটেলাইট লিঙ্ক অ্যাক্সেসারিও দেওয়া হচ্ছে। এই অ্যাক্সেসারি এমন ভাবেই ডিজ়াইন করা
এই ফোনের সবথেকে ভাল বৈশিষ্ট্য হল তার স্যাটেলাইট কানেক্টিভিটি , যার সাহায্য আপনি সিম কার্ড তো দূরস্ত, কোনও নেটওয়ার্ক ছাড়াই কল করতে পারবেন। Bullitt Group-এর সঙ্গে জুটি বেঁধে এই ফোনটি তৈরি করেছে Motorola। একটি অত্যন্ত টেকসই ফোন, যাতে স্যাটেলাইট কানেক্টিভিটির পাশাপাশি 5G সাপোর্টও রয়েছে।
ড্রপ, ফল সব কিছু থেকে বাঁচানোর জন্য ডিজ়াইন করা হয়েছে এই ফোন। সব রকম তাপমাত্রায়, ঝড়, বৃষ্টি সবকিছু থেকে সুরক্ষিত এই ফোন Mil-Spec 810H টেস্টে উত্তীর্ণ হয়েছে। রুক্ষ্মতা ছাড়াও Motorola Defy 2 ফোনটি স্বাস্থ্যকরও বটে। এই ফোনটিকে আপনি সাবানজল বা অ্যালকোহল ওয়াইপ দিয়ে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে পারবেt