দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ‘ চোর ডাকাতের যুবরাজ নট ওয়েলকাম ” পোস্টার চোখে পরে । এই পোস্টার অস্বস্তি বাড়ায় তৃণমূল কংগ্রেসের । স্থানীয় তৃণমূল কংগ্রেসের প্রধান শামীম আহমেদ জানিয়েছেন কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টার লাগিয়েছে তা পুলিশ তদন্ত কোটরে দেখছে ।
এদিন দুটি রোড শো করেন অভিষেক ব্যানার্জী । এছাড়াও রাজ্য সার্কের বিভিন্ন প্রকল্প নিয়ে পথনাটিকা অনুষ্ঠিত হয় । এদিন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেকে ব্যানার্জী দেখা করেন ফুরফুরা শরীফের পীরজাদাদের সঙ্গে । এই সাক্ষাৎকার নিয়ে তীব্র কটাক্ষ করেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী ।