দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : এবার কি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের তকমা হারাতে চলেছে মাউন্ট এভারেস্ট? নতুন গবেষণায় মিলল তেমনই ইঙ্গিত। এক সুবিশাল এক পর্বতমালার খোঁজ পেয়েছেন ভূবিজ্ঞানীরা। যা নিয়ে বিস্ময়ের অন্ত নেই ।
কোথায় এই সুউচ্চ পর্বত শ্রেণীর খোঁজ পেলেন বিজ্ঞানীরা? ভূগর্ভের কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যে ওই পর্বত অবস্থান করছে বলে জানা গিয়েছে। মাউন্ট এভারেস্টের চেয়ে এই পর্বতের উচ্চতা অন্তত চার থেকে পাঁচ গুণ বেশ বলে দাবি করেছেন ভূবিজ্ঞানীরা ।
সম্প্রতি ভূগর্ভস্থ বিষয় গবেষণা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি দল। ভূমিকম্প ও পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের জেরে তৈরি হওয়া তরঙ্গের সেসমিক ডেটা বিশ্লেষণ করছিলেন তারা তাঁরা ঠিক তখনই সুবিশাল ওই পর্বতমালার অস্তিত্বের কথা জানতে পেরেছেন । এই কাজে অ্যান্টার্কটিকার সেসমোলজি সেন্টার সাহায্য করেছিল বলে জানা গাছে ।
সমুদ্র পৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৪৮ মিটার। ভূবিজ্ঞানীদের দাবি, ভূগর্ভে লুকিয়ে থাকা ওই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা প্রায় ৩৮ কিলোমিটার।