33 C
Kolkata
Tuesday, September 26, 2023
More

    এই পুতুলের ছবি শেয়ার করলেই নাকি ফিরে যাবে ভাগ্য! সত্যিই কী?

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভাগ্য দেবী। রুপকথার গল্পে ভাগ্য দেবীর আবির্ভাবের কথা আমরা সকলেই জানি। কিন্তু বাস্তবে ও যে এমনটা হয়, তার প্রমাণ স্বয়ং ফেসবুক। ফেসবুকে কয়েকদিন যাবৎ ঘোরাফেরা করছে একটি ছোট্ট পুতুলের ছবি। লম্বা কান, বড় নাক, সাদা চুলের বামন আকৃতির এক বুড়ি। মাথায় আবার টুপি, হাতে একটা ছোট্ট পুতুল এবং আরেক হাতে ঝুরি।এই ছবিতে ছেঁয়ে গিয়েছে গোটা ফেসবুক।ছবিটি শেয়ার করলে নাকি একটা না একটা সুখবর আপনি পাবেনই। যাঁরা ভাগ্যে বিশ্বাসী, তাঁরা এই সৌভাগ্যের মূর্তির ছবি শেয়ার করতে পারেন। ছবিটি শেয়ার করার সাথে ভালো একটা কিছু ঘটবে। বলা হচ্ছে এই মূর্তিগুলো নাকি দেবতা।ইনি নাকি ভাগ্য ফেরাতে এসেছেন।শুধু মাত্র একটি শেয়ার, তাহলেই খুলবে আপনার ভাগ্য।আপনি যা চাইবেন, যেমন চাইবেন তেমনই খুলবে আপনার ভাগ্য।তবে ছবির এই বুড়ি একা নন,তাদের পরিবার ও আছে।

    “This is the elf of luck”… অর্থাৎ এই মুর্তিগুলোকে বলা হয় “elf of luck” বা ভাগ্য দেবতা।এই পুতুলগুলো হলো সৌভাগ্যের প্রতীক।পুতুলগুলো নাকি এতোটাই শক্তিশালী যে কিনা এক নিমেষে জব্দ করবে করোনাকে ও। ছবিটি ছাড়ার পর তাঁর ওপর ক্যাপশনে লেখা হয় “This is the elf of luck. Do not ignore him and something wonderful will happen tomorrow…” এই লেখা ফেসবুকে ছাড়ার পরই শেয়ারের ঝড় ওঠে।কয়েক মিনিটে প্রায় কয়েক হাজারের ও বেশী শেয়ার এবং কমেন্ট পড়ে। অনেকের নাকি আবার এই মূর্তি শেয়ারের ফলে অপূর্ন-অসফল কাজ পূর্ণ হয়েছে।

    তবে কী এই ELF?
    জার্মান পুরাণ মতে “Elf” হলো মানুষের মতো দেখতে একধরনের অতিপ্রাকৃতিক আশ্চর্য ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্র প্রাণী যাদের ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে।যারা নাকি ভাগ্যের উন্নতি ঘটায়। এরা চার ফুট হয়, এদের পোশাক সাধারনত লাল অথবা সবুজ রং এর হয়, লম্বা কান থাকে, মাথায় একটা লম্বা টুপি থাকে, চামড়া হয় গোলাপী। এরা হয় ক্ষতি, ধ্বংস, বিনাশ, দুঃখ ডেকে আনে অথবা সুখ, সমৃদ্ধি ডেকে আনে। বহু মানুষ বিশ্বাস করেন যে এদের ছবি, বা মূর্তি বাড়িতে রাখলে বা নাম নিলে নাকি শুভ কাজ হয়, এদের মধ্যে অলৌকিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করেন। এই জীবের ফটো শেয়ার করলে ভাগ্যের উন্নতি ঘটবে। তবে এর ঐতিহাসিক গুরুত্ব কতটা জানা যায়নি। বলা হচ্ছে এই Elf of Luck আসলে ভগবানের দূত নয়। তাঁরা ডেভিল। ডেভিল আর ইভিলের মধ্যে একটা তফাৎ আছে। ডেভিলরা মনের খারাপ সত্ত্বাকে ধ্বংস করে। আর ইভিল হল নিজেই শয়তান। তাই বলা হয় ডেভিলরা আসলে অ্যাঞ্জেল বা পরি। এই ডেভিল দমনের শক্তিই রয়েছে Elf of Luck-এর এই বৃদ্ধার ছবিতে।

    Elf

    হঠাৎই এই ছবি ভাইরাল হয় ফেসবুকে। মানুষ তাঁর অসহায় ভাগ্য ফেরাতে ছবি শেয়ার করছেন ঝড়ের গতিতে। যদি একটু ভাগ্য ফেরে। করোনার জেরে অস্থির বহু মানুষ। কাজ ও নেই অনেকের।এছাড়া অর্থনৈতিক সমস্যা, বেকারত্ব, পারিবারিক অশান্তি হলো মানুষের নিত্য দিনের সঙ্গী।আর তাঁরই জেরে সাময়িক স্বস্তি পাওয়ার জন্যই সাধারন মানুষ এই ছবি শেয়ার করছেন দফায় দফায়। এতে যদি তাঁরা সাময়িক শান্তিতে থাকেন তাহলে দোষ কোথায়! আর এই বিশ্বাসের ভিত্তিতেই মানুষ এই ছবি প্রতিদিনই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করছেন। তবে এ প্রসঙ্গে যুক্তিবাদীরা তাঁদের নানা মতামত দিয়ে এদের বিরোধীতা করছেন।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...

    চিনের কাছে ৫-১ গোলে হারল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পেনাল্টি বাঁচালেন ভারতের (Indian Football Team) গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে...

    বিশ্ব বাজারে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আমদানি নয়, বিশ্ববাজারে অস্ত্র বিক্রির আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় "প্রতিভা ও...