দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আর আগের মতো ডাক দিয়েই বা জোর করে বলে মিলবে না রান্নার গ্যাস। বরং নভেম্বের মাস থেকে রান্নার গ্যাস বুক করলে গ্রাহকদের মোবাইলে একটি ওটিপি মেসেজ আসবে। ডেলিভারী বয় কে তা দেখানোর পরই মিলবে সিলিন্ডার। ওটিপি নির্ভর এলিপিজি সিলিন্ডার সংক্রান্ত বিভিন্ন নিয়ম গুলো এক নজরে দেখে নিন –
এলপিজি সরবরাহকারী বিভিন্ন সংস্থাগুলি রান্নার গ্যাস দেওয়ার ক্ষেত্রে নতুনএকটি পদ্ধতির সূচনা করেছে। যার নাম ‘ডেলিভারি অথেনটিকেশন কোড’। এই কোড একদিকে যেমন চুরি রুখবে, তেমনই অপরদিকে সঠিক গ্রাহকদের চিহ্নিত করতেও সাহায্য করবে।
প্রাথমিক পর্যায়ে দেশের ১০০ টি স্মার্ট শহরে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে। রাজস্থানের জয়পুরে ইতিমধ্যে এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।
ডেলিভারি বয় গ্যাসের সিলিন্ডার নিয়ে এলে তাকে গ্রাহক নিজের রেজিস্ট্রার্ড মোবাইলে একটি কোড না দেখালে সেই সিলিন্ডার দেওয়া হবে না। গ্রাহক যখন গ্যাস বুক করবেন, সেই বুকিং নিশ্চিত হওয়ার পরেই গ্রাহকের ফোনে সেই কোড পাঠানো হবে। সিলিন্ডারের চুরি ঠেকাতে সেই পদ্ধতি চালু করা হচ্ছে।
এক্ষেত্রে গ্রাহক যদি নিজের রেজিস্টার্ড ফোন নম্বর পরিবর্তন করে থাকেন, তাহলে তা গ্যাস সংস্থার অফিসে গিয়ে নতুন করে নথিভুক্তি করতে হবে। মোবাইল নম্বর রেজিস্টার না থাকলে তিনি সিলিন্ডার পাবেন না। অথবা গ্রাহক যদি অনলাইনেই তার মোবাইল নম্বর রেজিস্টার করতে চান তাহলে কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://mylpg.in/index.aspx এ গিয়ে করে নিতে পারবেন।
এমনকি গ্রাহক যদি নিজের বাড়ি পরিবর্তন করেন, তাহলে দ্রুত গ্যাস সংস্থার কাছে নতুন ঠিকানা নথিভুক্ত করতে হবে। নাহলে গ্যাস পাওয়ার ক্ষেত্রে বিশেষ সমস্যায় পড়তে হবে।