32 C
Kolkata
Monday, May 29, 2023
More

    বিদেশে নয় ভারতেই উত্পাদন চলছে নাকে স্প্রে করা করোনা ভ্যাকসিনের: ডক্টর হর্ষ বর্ধন

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এই মূহুর্তে ভারতে তিনটি করোনাভাইরাসের ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’-এর ক্লিনিকাল ট্রায়াল চলছে। কিন্তু সেই তালিকায় দেখা মেলেনি কোনও ইন্ট্রান্যাজাল টিকা (নাকের মাধ্যমে যে টিকা দেওয়া হয়, এক্ষেত্রে নাকে স্প্রে করে টিকা দেওয়া হয়।)। তবে এই রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) একটি ইন্ট্রান্যাজাল ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’ তৈরি করছে যা ভারতে ব্যবহার করা হবে।

    রোববারের ‘সানডে সংবাদ’-এর ষষ্ঠ সংস্করণে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ফ্লুমিস্ট’ নামক ন্যাজাল স্প্রে হল এক ধরনের টিকা। যা ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নাকে স্প্রে করা হয়। এটা কোভিড-১৯ টিকা নয়। বর্তমানে ভারতে এমন কোনও ইন্ট্রানেজাল টিকা নেই। যার ট্রায়াল চলছে। তবে কোডজেনিক্স সিডিএক্স ০০৫-এর (Codagenix CDX 005) উৎপাদন শুরু করেছে সেরাম ইনস্টিটিউট (অফ ইন্ডিয়া)। যা সার্স-কোভ-২-এর (Sars-Cov-2) জন্য একটি ইন্ট্রানেজাল লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন ক্যান্ডিডেট’ বলে জানা গিয়েছে।

    এই কোডজেনিক্স সিডিএক্স ০০৫-এর পরীক্ষার অগ্রগতির বিষয়েও জানান হর্ষবর্ধন। তিনি বলেন, ‘পশুদের উপর প্রি-ক্লিনিকাল ট্রায়াল ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং ২০২০ সালের শেষের মধ্যে ব্রিটেনে কোডজেনিক্সের প্রথম পর্যায়ের মানবদেহে পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে বলে আশা করা হচ্ছে। পরে ভারতেও সেই ভ্যাকসিন ক্যান্ডিডেটের ক্নিনিকাল ট্রায়াল চালানোর পরিকল্পনা করছে সেরাম।’

    এর পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের সঙ্গে ভারত বায়োটেক চুক্তি করেছে। সেই চুক্তির আওতায় করোনার ইন্ট্রান্যাজাল ভ্যাকসিন তৈরি এবং তা বাজারজাত করার জন্য ভারতীয় সংস্থাটি ট্রায়াল চালাবে। তিনি বলেন, ‘আমেরিকার সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের টিকা এবং সেই সংক্রান্ত চিকিৎসা শাখায় প্রথম পর্যায়ের ট্রায়াল চলবে। অনুমোদন পেলে ভারতেও পরবর্তী পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল চালাতে পারবে ভারত বায়োটেক।’

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    বাতিল হতে চলেছে ২০০০ টাকার নোট !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে RBI। এমনই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল...

    শীঘ্রই আসছে ডেঙ্গু ভ্যাকসিন ! চলছে শেষ পর্যায়ের ট্রায়াল

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বর্ষার মরসুম শুরু হতে আর বেশি দেরি নেই। ফি বছরে বর্ষা মরসুম মানেই ডেঙ্গির...

    কেষ্ট গড়ে তৃণমূলে ধস ! বিজেপিতে যোগ দিল বহু মুসলিম পরিবার

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সামনেই পঞ্চায়েত ভোট। জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী। তার আগে ভাঙন অস্বস্তিতে বিপাকে পড়ছে...

    সমুদ্রে ডুবে যাওয়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে বেশ কিছু দেশ ! জানুন সেই দেশ গুলি সম্পর্কে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : উষ্ণায়নের কারণে গোটা বিশ্বজুড়ে অনেক সমস্যা দেখা যাচ্ছে। কোনও কোনও জায়গায় গ্রীষ্মকালে তুষারপাত হচ্ছে...

    শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ‘দ্য কেরালা স্টোরি’ , কি আছে বিতর্কিত ছবিতে ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ইউটিউবে ছবির ট্রেলার দেখেই বিতর্কের মেঘ ঘনিয়েছিল। মুক্তির পর তোলপাড় ফেলে দিয়েছে পরিচালক সুদীপ্ত...