29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    ষষ্ঠী থেকে অষ্টমী অবধি জমিয়ে বৃষ্টি, অবহাওয়া দপ্তরের পূর্বাভাসে মুখ ব্যাজার প্যানডেল পদাতিকদের

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হওয়ায় অন্ধ্র প্রদেশ উপকূল, তেলাঙ্গনা, ওড়িশার পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে আগামী কাল অর্থাত্‍ ২২ থেকে ২৪ অক্টোবর ভারী বর্ষণের পূর্ভাভাস জানিয়েছে কলকাতা ও দিল্লী’র আবহাওয়া দফতর।

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই নিম্নচাপ রেখাটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী তিন দিনের মধ্যে সেটি উত্তর-পশ্চিমে সরে ক্রমশ উত্তর-উত্তর-পূর্ব দিকে সরে যাবে। এর জেরে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রবল বর্ষণ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগাম পূর্বাভাস অনুযায়ী বাংলায় ২২ অক্টোবর, অর্থাৎ বৃহস্পতিবার এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ২৩ ও ২৪ অক্টোবর অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    অন্যদিকে মৌসম ভবনের সূত্রানুযায়ী ফৈজাবাদ, ফতেহপুর, নওগাঁ, রাজগড়, রতলম, বল্লভ, বিদ্যানগর ও পোরবন্দর হয়ে ভারত থেকে বিদায় নিতে শুরু করেছে মৌসুমি বায়ু। একই সঙ্গে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও গুজরাতের বাকি অংশ থেকেও। মৌসম ভবনের সূত্রানুযায়ী উত্তর ও মধ্য আরব সাগর এবং মহারাষ্ট্রের উত্তরাংশ থেকেও আগামী ২-৩ দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে।

    মৎস্যজীবীদের আগামী ২২ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগরের মধ্য ভাগে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া আবহাওয়া দফতর বঙ্গোপসাগরের উত্তরাংশে ২২-২৪ অক্টোবর এবং ওড়িশা-পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলেও এই সময় মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে ।

    মৌসম ভবনের প্রধান কে সতী দেবী জানিয়েছেন,কিছু দিনের মধ্যেই উত্তর-পূর্ব বাতাস বইতে শুরু করবে। বর্ষা বিদায় প্রক্রিয়া শুরু হয়ে গেলেও বঙ্গোপসাগরে নিম্নচাপ রেখা বহাল থাকায় ভারতীয় ভূখণ্ড থেকে সম্পূর্ণ বর্ষা বিদায় এখনই ঘটবে না। তবে উত্তর-পশ্চিম ভারতে রাতে তাপমাত্রা হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে শুকনো হাওয়া বইতে শুরু করবে আসছে সপ্তাহ থেকেই।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...