দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দাম বাড়ছিল একটু একটু করে। প্রথম ৫০, তারপর ৬০, ৮০ হয়ে এবার সটান সেঞ্চুরি করল বাঙালি ঘরের স্বাদের পেঁয়াজ। আর এতেই পুজোর দিনে মধ্যবিত্তের BPL কার্ড এর জন্যে অ্যাপ্লাই করার মানসিকতা তৈরি হচ্ছে! আজ খুচরো বাজারে পেঁয়াজের দাম ১০০ টাকা কেজি। যা ছুড়ি দিয়ে কাটার আগেই দামের ঝাঁঝে এখন চোখে জল। সারা দেশের বাজারেই আগুন এখন পেঁয়াজের দাম।
পশ্চিমবঙ্গ সহ সারা দেশেই ১০০ থেকে ১২০ এর মধ্যে ঘুরছে পেঁয়াজের দাম। আগে ৭০ থেকে ৮০ টাকা ছিল পেঁয়াজের দাম। এবার তা বেড়ে দাঁড়াল ১০০। পশ্চিমবঙ্গে অধিকাংশ পেঁয়াজ মহারাষ্ট্র, কর্নাটকের মতো রাজ্য থেকে আমদানি করা হয়। ফলে সেখানে দাম বাড়লে এই রাজ্যে তার প্রভাব পড়ছে বলে বাজারের বিক্রেতাদের দাবি। কিন্তু লাল ফসল সেঞ্চুরি করায় মধ্যবিত্তের হেঁসেলে টান পড়েছে। লেক মার্কেট, চারু মার্কেট, বালিগঞ্জ মার্কেট, মানিকতলা বাজার—সর্বত্রই এই দাম যাচ্ছে। সুতরাং কলকাতা থেকে গ্রামবাংলা এখন অস্থির পেঁয়াজের দাম-পেঁয়াজিতে।
কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণ বন্টন মন্ত্রণালয়ের মতে, গত ১০ দিনে পাইকারী বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১১.৫৬ টাকা করে বেড়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ৫১.৯৫ টাকাতে পৌঁছেছে। যা গত বছরের এই সময়ে কেজি প্রতি ৪৬.৩৩ টাকার চেয়ে ১২.১৩ শতাংশ বেশি।
পেঁয়াজের এই অস্বাভাবিক দাম বেড়ে যাওয়া নিয়ে নেটিজেনরাও খিললি করতে ছাড়ছে না। টুইটার, ইন্সটাগ্রাম, ফেসবুক জুড়ে শুধু পেঁয়াজ নিয়ে মিম শেয়ার করছেন তারা। দেখে নিন কী বলছে নেটিজেনরা