দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ খুব শীঘ্রই মথুরাতে যমুনার তীরে তৈরি হতে চলেছে রাবনের মন্দির। এমনকি এতদিন পর্যন্ত, দেবীর অকাল বোধনে দশমীতে যে ‘দশেরায় রাবন বধের’ পালা চলতো, এবার থেকে তা পালনের ক্ষেত্রে হতে পারে এফআইআর।অর্থাত্ এবার থেকে রাবণের প্রতিমূর্তি দাহ করলে পুলিশে দায়ের করা হবে এফআইআর ।
এমনকি বিষয়টি আদালত পর্যন্তও এগোতে পারে বলে জানান অ্যাডভোকেট ওমবীর সরস্বত।তিনি বলেন, বংশসূত্রে তাঁরা রাবণের গৌত্র। যার দরুন এতদিন তারা রাবণের উপাসনা করে এসেছেন। পাশাপাশি তিনি বলেন, শাস্ত্র বলছে রাবণ ছিলেন একাধারে যেমন বিদ্বান তেমনই মহান তপস্বী।তাঁর মতে,কেউ যদি ভগবান রামের ভক্ত হন তবে তার রামের গুরু রাবণের মূর্তি দাহিত করাও উচিত নয়।তাই এই রীতির তীব্র প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে ,এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তার কথায়, যমুনার তীরে শীঘ্রই রাবণের মন্দির তৈরি হতে চলেছে ।সেখানে শুধু করা হবে রাবনেরই উপাসনা।যেহেতু রাবন বড় শিবভক্ত ছিলেন তাই ভবিষ্যতে যমুনা তীরবর্তী শিব মন্দিরগুলিতেও রাবনের উপাসনা শুরুর ইঙ্গিত দেন তিনি।
উল্লেখ্য, ভারতে রাবনের পূজা কিংবা মন্দির এই প্রথম নয়, ভারতের বেশ কিছু স্থান যেমন- উত্তরপ্রদেশের বিসরাখ গ্রাম, কানপুরের দশানন মন্দির, মধ্যপ্রদেশের মান্দসৌর, রাবনগ্রাম, কাকিনাড়া,এবং যোধপুরের রাবন মন্দিরে প্রতিবছরই পূজিত হয়ে আসছেন লঙ্কেশপতি।