দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রবিবার করোনা আবহ ও নবরাত্রি চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্সবের আবহে সেনাদের আহুতিকে স্মরণ করলেন ও স্মরণ করতে বললেন। এর পাশাপাশি তিনি সেনাদের জন্য ভারতের প্রতিটি ঘরে প্রদীপ জ্বালাতে অনুরোধ করলেন দেশবাসীকে। এদিনের মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে দশেরার শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, বছরের এই সময় ইদ, দীপাবলির মতো নানা ধরনের উত্সব হয়। আমাদের মনে রাখা উচিত সেই সব সেনানিদের কথা, যাঁরা দেশের সীমান্ত রক্ষা করছেন।
এর পাশাপাশি তিনি দেশবাসীদের পরামর্শ দেন, তিনি বলেন -“সেনাদের উত্সব উদযাপনের মাঝে তাঁদের কথা মনে রেখে আপনাদের ঘরে ১টি করে বাতি জ্বালান।” শুধু তাই নয়, এই উত্সবের আবহে করোনা রুখতে উপযুক্ত সতর্কতা নিতেও দেশবাসীকে অনুরোধ করলেন মোদি। দেশবাসীকে ধৈর্যের বাঁধ না ভাঙতে অনুরোধ করেন তিনি।
আজ পরিশেষে প্রধানমন্ত্রী বলেন, “সঙ্কটের বিরুদ্ধে ধৈর্যের জয়ই হল ‘দশেরা’। আপনারা সকলেই সংযমের জীবনযাপন করছেন। এই মুহুর্তে আমরা সকলে যেভাবে একসঙ্গে কোভিডের বিরুদ্ধে লড়ছি তাতে দেশের জয় নিশ্চিত।”