দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বিহার সহ গোটা দেশেই বিনামূল্যে কোভিড ভ্যাকসিন প্রদান করা হবে। রবিবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ ষড়ঙ্গী। উল্লেখ্য, চলতি সপ্তাহে বিহার বিধানসভা নির্বাচন শুরু হতে চলেছে। নির্বাচনী প্রচারে বিজেপির ‘ইস্তাহারে’ বিহারবাসীর জন্য বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করে জোরদার বিতর্ক তৈরি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
আর বিজেপির এই ‘ফ্রী ভ্যাকসিন ফর অল বিহারী’ ইস্যুকে কেন্দ্র করে ‘কেন্দ্রে’র প্রতি পক্ষপাতিত্ব ও জাতিগত বৈষম্যের অভিযোগ তোলেন বিরোধীরা। বিরোধীদের দাবি ‘অতিমারী’র মত সংবেদনশীল বিষয় নিয়ে বিজেপি সংকীর্ণ রাজনীতি করছে। দেশের সব রাজ্যের নাগরিকের প্রতিই সমান নজর দেওয়া কেন্দ্রীয় সরকারের দ্বায়িত্ব।
দেশ জুড়ে এই বিতর্কেরপরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাফাই দেন যে, ঘোষণাটি নিতান্তই নির্বাচনী ইস্তেহারের অংশ, দেশের সকল ‘নাগরিক’ই কেন্দ্রের চোখে সমান। অন্যদিকে কোভিড প্রতিষেধক ভ্যাকসিন তৈরি হলে তা সমস্ত দেশবাসীর জন্য বিনামূল্যে দেওয়া হবে বলে গত ২০’শে অক্টোবর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গ টেনেই গতকাল কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ ষড়ঙ্গী জানান, ‘নাগরিক’ প্রতি টিকা দেওয়ার জন্যে কেন্দ্রের খরচ পড়বে প্রায় ৫০০ টাকা।
আগামী নভেম্বরে ওড়িশায় উপনির্বাচন। সেই উপলক্ষে প্রচারে এসে কেন্দ্রীয় মন্ত্রী ওড়িশার খাদ্য সরবরাহ ও গ্রাহক পণ্য উন্নয়ন মন্ত্রী আর পি সোয়াইঁয়ের অভিযোগের মুখোমুখি হন। আর পি সোয়াইঁ প্রশ্ন তোলেন ইতিমধ্যে কেন্দ্র’র নির্দেশে তামিল নাডু, মধ্য প্রদেশ, অসম ও পুদুচ্চেরি রাজ্য সরকার রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছে। এমন ঘোষণা কেন ওড়িশার ক্ষেত্রে করা হল না? এই প্রশ্নের জবাবে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন সরবরাহ নিয়ে উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের সেই লক্ষের কথা বলেন প্রতাপ ষড়ঙ্গী।