দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: চীনের সাথে উত্তর-পূর্ব লাদাখে অনুপ্রবেশ নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে সীমান্ত বিবাদ চলছে ভারতের। আর এই চলমান সীমান্ত বিবাদের মধ্যেই বিতর্কিত মন্তব্য করলেন উত্তর প্রদেশের বিজেপি-র রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং। তাঁর দাবি, চীন এবং পাকিস্তানের সাথে কবে থেকে যুদ্ধ শুরু করা হবে, তা ঠিক করে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার একটি অনুষ্ঠানে এই বিতর্কিত মন্তব্য করেন তিনি।
স্বতন্ত্র দেব সিং আরও দাবি করেন যে, যেভাবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কবে অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণকাজ শুরু হবে বা জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা কবে প্রত্যাহার করা হবে, তা প্রধানমন্ত্রী আগে থেকেই ঠিক করে রেখেছিলেন, ঠিক একই ভাবে চীন এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধের দিনক্ষণও ঠিক করে রেখেছেন তিনি।
উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সঞ্জয় যাদবের বাড়ির একটি অনুষ্ঠানে গিয়ে শুক্রবার এই দাবি করেন স্বতন্ত্র দেব সিং। বক্তব্য রাখার সময় সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির কর্মীদের সঙ্গে সন্ত্রাসবাদীদেরও তুলনা করেছেন ওই রাজ্য বিজেপির প্রধান। যদিও ওই এলাকার বিজেপি সাংসদ রবীন্দ্র কুশাওয়াহার দাবি, স্থানীয় বিজেপি কর্মীদের মনোবল বৃদ্ধি করতেই এই মন্তব্য করেছেন স্বতন্ত্র দেব সিং।


উল্লেখ্য এই মূহুর্তে পশ্চিমবঙ্গ-সিকিম সফরে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার রাজনাথ সিং দাবি করেন, ভারত চীনের সঙ্গে সীমান্ত বিবাদে ইতি টানতে চায়। যদিও দেশের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না বলে স্পষ্ট করেন তিনি। ভারত যে আলোচনার মাধ্যমেই মীমাংসায় আগ্রহী, তাও বার বার বলা হয়েছে। এরপরেও উত্তর প্রদেশের বিজেপি-র প্রধান চীন এবং পাকিস্তানের সাথে যুদ্ধ প্রসঙ্গর অবতারণা করায় রাজনৈতিক মহল ও বিরোধী শিবিরে চাঞ্চল্য ছড়িয়েছে।