দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় এর সূচনা হল আজ। আজ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত ঐতিহাসিক ‘বিইসিএ’ (BECA) স্বাক্ষরিত হল। চীন বিরোধিতাকে সুসংহত চেহারা দিতে এবং কৌশলগত সম্পর্ককে আলাদা উচ্চতায় নিয়ে যেতে মঙ্গলবার ভারত-আমেরিকা হাইপ্রোফাইল ২+২ বৈঠকে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে দুই দেশ।
উল্লেখ্য, মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও এবং প্রতিরক্ষা সচিব মার্ক টি এস্পার গতকালই ভারতে এসেছেন। মঙ্গলবার তাঁরা ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ২+২ বৈঠকে অংশ নেন। সেখানেই স্বাক্ষরিত হয় ঐতিহাসিক ‘বেকা’ (বিইসিএ) চুক্তি।
এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে, ভারতীয় ও মার্কিন সেনার মধ্যে তথ্যর আদানপ্রদান আরও মজবুত হবে। ভারতের জন্য এই চুক্তিটি ঐতিহাসিক এই কারণে, এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় মার্কিন মিলিটারি স্যাটেলাইট থেকে লাইভ (LIVE) ছবি পাবে ভারতীয় সেনা। বিশেষজ্ঞ মহলের দাবি লাদাখ সংঘর্ষের আবহে চীনা ফৌজের গতিবিধির উপর নজর রাখতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হবে।
গতকালই মার্কিন প্রতিরক্ষা সচিব এবং বিদেশ সচিব ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাত করেন। তাদের সেই সাক্ষাতে ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার নিরাপত্তা, প্রতিরক্ষা চুক্তি, উপগ্রহ চিত্র, গোয়েন্দা তথ্য বিনিময়, চীনা সেনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, লাদাখের পরিস্থিতি, দক্ষিণ চীন সাগরে যুদ্ধের সম্ভাবনা, চীনের বিরুদ্ধে কোয়াড গোষ্ঠীর সামরিক পদক্ষেপ-সহ বিভিন্ন বিষয় আলোচনা হয়। সেই আলোচনা যে যথেষ্ট ফলপ্রসূ এবং ভারতের প্রতিরক্ষা খাতে যে নজরদারি আরও জোরদার হলো সেকথা বলাই বাহুল্য।

